অক্সফোর্ড থেকে সরিয়ে নেওয়া হলো সু চির ছবি

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশপথ থেকে মিয়ানমারের নেত্রী অং সান সু চির একটি পোর্ট্রেট সরিয়ে নেওয়া হয়েছে। ১৯৬০ এর দশকে সু চি এখানে পড়ালেখা করেছিলেন। জাতিগত সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকারের চলমান গণহত্যায় তাঁর বিতর্কিত ভূমিকার মুখে ছবিটি সরিয়ে নেওয়া সিদ্ধান্ত এলো।
Aung San Suu Kyi portrait
মিয়ানমারের আদালত এক দুর্নীতি মামলায় দেশটির গণতান্ত্রিক নেতা অং সান সু চিকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে। ছবি: রয়টার্স

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশপথ থেকে মিয়ানমারের নেত্রী অং সান সু চির একটি পোর্ট্রেট সরিয়ে নেওয়া হয়েছে। ১৯৬০ এর দশকে সু চি এখানে পড়ালেখা করেছিলেন। জাতিগত সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকারের চলমান গণহত্যায় তাঁর বিতর্কিত ভূমিকার মুখে ছবিটি সরিয়ে নেওয়া সিদ্ধান্ত এলো।

গতকাল (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সেন্ট হিউজ কলেজের পরিচালনা পর্ষদ নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার আগে শান্তিতে নোবেল বিজয়ী সু চির পোর্ট্রেটটি কলেজের প্রধান প্রবেশপথ থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয়।

২০১২ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সু চিকে সম্মানজনক ডক্টরেট ডিগ্রি দেয় এবং এই কলেজে তাঁর ৬৭তম জন্মবার্ষিকী পালিত হয়।

কিন্তু, সাম্প্রতিক মাসগুলোতে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকারের পরিকল্পিত গণহত্যার পক্ষে সু চির অবস্থান আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

সেন্ট হিউজ কলেজের এর পক্ষ থেকে বলা হয়, “এ মাসের শুরুতে কলেজ কর্তৃপক্ষ উপহার হিসেবে একটি নতুন চিত্রকর্ম পেয়েছে। এখন সেটি প্রদর্শিত হবে। অং সান সু চির পোর্ট্রেটটি সংরক্ষণাগারে রাখা হয়েছে।”

তবে, সু চির পোর্ট্রেট সরিয়ে নেওয়ার সিদ্ধান্তকে “কাপুরুষোচিত” বলে নিন্দা করেছে বার্মা ক্যাম্পেইন ইউকে গ্রুপ।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

Comments

The Daily Star  | English
quota reform movement,

Govt publishes preliminary list of those killed in July-August protests

The interim government today published a preliminary list of the people who died during the student-led mass protests in July and August.

2h ago