এক মাসের ছুটিতে গেলেন প্রধান বিচারপতি

শারীরিক অসুস্থতাকে কারণ দেখিয়ে এক মাসের ছুটি নিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
cj
বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, ছবি: স্টার ফাইল ফটো

শারীরিক অসুস্থতাকে কারণ দেখিয়ে এক মাসের ছুটি নিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

প্রধান বিচারপতির ছুটি চাওয়া প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক গতকাল দ্য ডেইলি স্টারকে বলেন, অসুস্থতার কারণে আগামীকাল (মঙ্গলবার) থেকে এক মাসের ছুটিতে যাবেন প্রধান বিচারপতি… প্রধান বিচারপতি সাধারণত নিজেই নিজের ছুটি মঞ্জুর করেন। এ ব্যাপারে সোমবার একটি চিঠি পেয়েছে মন্ত্রণালয়।

প্রধান বিচারপতির ব্যক্তিগত সহকারী মোহাম্মদ আনিসুর রহমান জানান, শারীরিক অসুস্থতার জন্য রাষ্ট্রপতির কাছে চিঠিতে আজ থেকে এক মাসের ছুটি চেয়েছেন বিচারপতি সিনহা। তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি শুধু বলেন, “শারীরিক অবস্থার কারণে তার বিশ্রাম দরকার।”

এটর্নি জেনারেল মাহবুবে আলমও রাষ্ট্রপতির কাছে চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ছুটিতে যাওয়ার ব্যপারে প্রধান বিচারপতির ওপর কোনো চাপ ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, “চাপের কোনো প্রশ্নই আসে না।”

সুরেন্দ্র কুমার সিনহার ছুটি থাকার সময়টাতে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহাব মিঞা প্রধান বিচারপতির কার্যভার পালন করবেন। সোমবার রাতে আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায়ের পর্যবেক্ষণ নিয়ে সরকারের জ্যেষ্ঠ মন্ত্রী ও আওয়ামী লীগের নেতাদের সমালোচনার মুখে ছিলেন প্রধান বিচারপতি। পর্যবেক্ষণে বঙ্গবন্ধু ও সংসদকে হেয় করা হয়েছে এমন অভিযোগে প্রধান বিচারপতির পদত্যাগও চেয়েছিলেন তাদের অনেকেই।

Comments

The Daily Star  | English
quota reform movement,

Govt publishes preliminary list of those killed in July-August protests

The interim government today published a preliminary list of 726 people who died during the student-led mass protests in July and August.

1h ago