আবদুলের সঙ্গে রানী ভিক্টোরিয়ার প্রেমকাহিনী নিয়ে চলচ্চিত্র স্টার সিনেপ্লেক্সে

victoria and abdul
“ভিক্টোরিয়া অ্যান্ড আবদুল” ছবিতে জুডি ডেঞ্চ ও আলি ফজল। ছবি: সংগৃহীত

ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার সঙ্গে তাঁর এক ভারতীয় দাস আবদুল করিমের বন্ধুত্ব নিয়ে তৈরি সিনেমা “ভিক্টোরিয়া অ্যান্ড আবদুল” এখন ঢাকার স্টার সিনেপ্লেক্সে।

রানী ও ভৃত্যের সম্পর্কের বিষয় নিয়ে ২০১০ সালে “ভিক্টোরিয়া অ্যান্ড আবদুল: দ্য ট্রু স্টোরি অব দ্য কুইন ক্লোজেস্ট” নামে একটি বই প্রকাশ করেন ভারতীয় লেখিকা শ্রাবণী বসু। সেই বইটি অবলম্বনে নির্মিত এ ছবিটি পরিচালনা করেছেন স্টিফেন ফ্রেয়ার্স।

১৮৮৭ সালে সুদর্শন আবদুল করিম যখন ইংল্যান্ডে প্রথম পা রাখেন তখন তার বয়স ছিলো ২৪ বছর। সে বছর রানীর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে তৎকালীন ব্রিটিশ ভারত থেকে যে দুজন সহকারী নেওয়া হয়েছিলো করিম ছিলেন তাদের একজন।

কিছুদিনের মধ্যেই রানীর প্রিয়ভাজন হয়ে ওঠেন করিম। রানী কোথাও ভ্রমণে গেলে তাকে সঙ্গে নিয়ে যেতেন। এতে পরিবার এবং রাজপ্রতিনিধিরা আপত্তি করলে তা অগ্রাহ্য করতেন রানী। দুজনের এই অপ্রত্যাশিত সুসম্পর্ক নিয়ে অসন্তোষ প্রকাশ করেন রাজপরিবারের অনেকে। এ নিয়ে অনেক গুঞ্জন ডাল-পালা মেলে। বিষয়টি ধামাচাপা দেওয়ার অনেক চেষ্টাও করা হয়েছিল।

ছবিটিতে ভিক্টোরিয়ার চরিত্রে অভিনয় করেছেন জুডি ডেঞ্চ এবং আবদুল করিমের চরিত্রে আলি ফজল। আলোচিত এ ছবিটি গতমাসে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের পর এবার মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশে। আগামী ৬ অক্টোবর থেকে ঢাকার স্টার সিনেপ্লেক্সে ছবিটি দেখতে পাবেন দর্শকরা।

রোটেন টমাটোস এর রেটিংয়ে “ভিক্টোরিয়া অ্যান্ড আবদুল” পেয়েছে ১০ এ ৬.২ এবং আইএমডিবির রেটিংয়ে ১০ এ ৬.৮।

Comments

The Daily Star  | English
LDC graduation

Graduation or deferral: Is Bangladesh ready for the post-LDC era?

It now needs to be decided whether Bangladesh should actively pursue a deferral of LDC graduation.

6h ago