বক্স অফিসে সেরা ৫ ছবি

টম ক্রুজের ছবিকে পেছনে ফেলেছে ‘ইট’

It movie
ভৌতিক গল্প নিয়ে তৈরি সিনেমা “ইট”-এর একটি দৃশ্য।

উত্তর আমেরিকার বক্স অফিসে চলতি সপ্তাহে দাপট দেখাচ্ছে ভৌতিক গল্প নিয়ে তৈরি সিনেমা “ইট”। ১৯৮০র দশকের একটি ঘটনার ভিত্তিতে নির্মিত এই ছবিটি থেকে সামান্য ব্যবধানে পিছিয়ে রয়েছে টম ক্রুজের ক্রাইম মুভি “আমেরিকান মেড”।

আর্জেন্টাইন পরিচালক আন্দি মুসশিত্তির “ইট” রোটেন টমাটোর রেটিংয়ে ১০ এ পেয়েছে ৭.২ এবং আইএমডিবির রেটিংয়ে ১০ এ ৭.৯।

এদিকে, রোটেন টমাটোর রেটিংয়ে টম ক্রুজ অভিনীত বাস্তব ঘটনা ভিত্তিক ক্রাইম মুভি “আমেরিকান মেড” ১০ এর মধ্যে পেয়েছে ৬.৯ এবং আইএমডিবির রেটিংয়ে ১০ এ ৭.৩।

চলতি সপ্তাহে বক্স অফিসে তৃতীয় অবস্থানে রয়েছে অ্যানিমেটেড ছবি “দ্য লেগো নিনজাগো মুভি”। ছবিটি রোটেন টমাটোর রেটিংয়ে ১০ এ পেয়েছে ৫.৮ এবং আইএমডিবির রেটিংয়ে ১০ এ পেয়েছে ৬.২।

বক্স অফিসে চতুর্থ অবস্থানে রয়েছে বৈজ্ঞানিক কল্পকাহিনীভিত্তিক মনস্তাত্ত্বিক হরর মুভি “ফ্লাটলাইনারস” এবং পঞ্চম অবস্থানে রয়েছে জীবনীভিত্তিক স্পোর্টস ফিল্ম “ব্যাটেল অব দ্য সেক্সেস”।

তথ্যসূত্র: হলিউড রিপোর্টার

Comments

The Daily Star  | English
LDC graduation

Graduation or deferral: Is Bangladesh ready for the post-LDC era?

It now needs to be decided whether Bangladesh should actively pursue a deferral of LDC graduation.

6h ago