‘ভিলিয়ার্স একশ করার পরই আউট হলে জিততেও পারতাম’

৯০ রানে দুই উইকেট পড়ার পর নেমেছিলেন। এবিডি ভিলিয়ার্স আউট হয়েছেন দলকে সাড়ে তিনশর কাছে নিয়ে। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মর্তুজা মনে করেন সেঞ্চুরির পরও ভিলিয়ার্সকে থামাতে পারলে ফল হতো ভিন্ন।
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১০৪ বলে ১৭৬ রান করেন এবিডি ভিলিয়ার্স, ছবি: এএফপি

৯০ রানে দুই উইকেট পড়ার পর নেমেছিলেন। এবিডি ভিলিয়ার্স আউট হয়েছেন দলকে সাড়ে তিনশর কাছে নিয়ে। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মর্তুজা মনে করেন সেঞ্চুরির পরও ভিলিয়ার্সকে থামাতে পারলে ফল হতো ভিন্ন। 

হতাশার হারের পর দলের হয়ে কথা বলতে এসে ভিলিয়ার্সকে নিয়ে মাশরাফি বলেন,  ‘ও যদি একশ করার পরপরই আউট হয়ে যেত, এটা অন্যরকম ম্যাচ হতে পারতো। ওর পরের ৭৬ রান অনেক পার্থক্য গড়ে দিয়েছে। আমরা সবাই এটা দেখেছি। ও নিজের দিনে যে কোনো দলকে গুঁড়িয়ে দিতে পারে।’

চোটের কারণে অনেক দিন খেলার বাইরে। নেমেই চালালেন তাণ্ডব। ভিলিয়ার্সের সেরা দিনের সামনে পড়েছিল বাংলাদেশ। অসহায় অধিনায়কের জবাব, ‘নিজের দিনে ডি ভিলিয়ার্স বিশ্বের সেরা। আজকে তার তেমন দিন ছিল। দুয়েকটা সুযোগ এসেছিল, হয়তো ভাগ্য আমাদের সঙ্গে ছিল না। যে কোনো একটা সুযোগ কাজে লাগাতে পারলে খেলার চিত্রটা ভিন্ন রকম হত। হয়তো আমরা ম্যাচটা জিততেও পারতাম ।’

গড়পড়তা ব্যাটসম্যান, সেরা ব্যাটসম্যান কিংবা চ্যাম্পিয়ন ব্যাটসম্যানও আছে দলে দলে। তবে দক্ষিণ আফ্রিকা ছাড়া আর কারো নেই ভিলিয়ার্স। খেলার ধরনের কারণেই তিনি যেন আলাদা। মাশরাফির কথাতেও তা স্পষ্ট, ‘এবি ডি ভিলিয়ার্সের মানের ব্যাটসম্যানের অভাব সারা পৃথিবীর সব দলেরই আছে। সাকিব পরপর দুইটা উইকেট নেওয়ার পর আমরা কিছুটা হলেও খেলায় ফিরছিলাম। ডি ভিলিয়ার্সের উইকেটটা আমাদের দরকার ছিল। ওর উইকেট পেলে হয়তো আমরা ম্যাচে খুব ভালোভাবে ফিরতে পারতাম।’

বুধবার পার্লে ভিলিয়ার্সের ১০৪ বলে ১৭৬ রানের ইনিংসে ৩৫৩ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ২৪৯ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস। 


 

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

2h ago