১ লাখ টাকা জামানতে খালেদার জামিন

রাজধানীর বকশীবাজারে বিশেষ আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন খালেদা জিয়া। ছবি: রাফিউল ইসলাম

জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন মঞ্জুর করেছেন ঢাকার বিশেষ আদালত। আজ সকালে আদালতে উপস্থিত হয়ে জামিন চাইলে এক লাখ টাকা জামানতের শর্তে তাকে জামিন দেওয়া হয়।

এছাড়াও দেশের বাইরে যাওয়ার আগে আদালতের অনুমতি নেওয়ারও শর্ত দেওয়া হয়েছে খালেদা জিয়াকে।

তবে এই মামলায় অন্য দুই আসামী, বিএনপির সাবেক সংসদ সদস্য কাজী সলিমুল হক ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদের জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।

আজ সকাল ১১টা ২০ মিনিটে রাজধানীর বকশীবাজারে বিশেষ আদালতে উপস্থিত হন খালেদা জিয়া। লন্ডনে ছয় মাস থাকার পর গতকাল তিনি দেশে ফিরেছেন। দুর্নীতি, অবমাননা ও সহিংসতার বেশ কিছু বিচারাধীন মামলার আসামী তিনি। বেশ কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। দেশের জাতীয় পতাকা, মানচিত্রের অবমাননা ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ভুয়া জন্মদিন পালন ও ২০১৫ সালে কুমিল্লায় হরতালে সহিংসতার অভিযোগে মামলায় খালেদার নামে পরোয়ানা রয়েছে।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Khaleda urges unity, quick action to institutionalise democracy

She also demanded a comprehensive list of victims of abduction, murder, and extrajudicial killings

9m ago