টেস্টে বাংলাদেশকে আটে তুলে দিতে পারে জিম্বাবুয়ে!
দক্ষিণ আফ্রিকায় দুই টেস্টেই নাকানিচুবানি খেয়েছে বাংলাদেশ। হেরেছে বিশাল ব্যবধানে। সেই জানুয়ারির আগে সাদা পোশাকে আর খেলাও নেই মুশফিকুর রহিমদের। তবু টেস্ট র্যাঙ্কিংয়ে আটে উঠে যাওয়ার সুযোগ টাইগারদের। বাংলাদেশকে আটে তুলে দিতে পারে জিম্বাবুয়ে-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ফল।
শনিবার থেকে বুলাওয়েতে শুরু হবে দুদলের প্রথম টেস্ট। দুই টেস্ট ম্যাচ সিরিজে জিম্বাবুয়ে যদি ১-১ ব্যবধানে ড্র করতে পারে তাহলে ওয়েস্ট ইন্ডিজকে সরিয়ে প্রথমবারের মতো আট নম্বরে উঠে যাবে বাংলাদেশ। আইসিসি টেস্ট র্যাঙ্কিং প্রেডিক্টর দিচ্ছে এমনই পূর্বাভাস।
বর্তমানে ৭২ রেটিং পয়েন্ট নিয়ে নয়ে আছে বাংলাদেশ।আটে থাকা ক্যারিবিয়ানদের রেটিং পয়েন্ট ৭৬। টেস্ট র্যাঙ্কিংয়ের তলানির দল জিম্বাবুয়ে রেটিং পয়েন্টই নেই। ঘরের মাঠে টেস্ট সিরিজ ড্র করলে তারা পাবে ৯ রেটিং পয়েন্ট। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ ড্র করলে ৪ রেটিং পয়েন্ট হারাবে জেসন হোল্ডারের দল। বাংলাদেশের সমান ৭২ রেটিং পয়েন্ট থাকলেও ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে তখন নয়ে নেমে যাবে তারা। আর জিম্বাবুয়ে যদি ২-০ তে হারিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজকে তবে তারা পাবে ২১ রেটিং পয়েন্ট। ওয়েস্ট ইন্ডিয়ানরা খোয়াবে ৯ রেটিং পয়েন্ট।
যদি এসব কিছুই না হয়। ২-০ তে জিতে যায় ওয়েস্ট ইন্ডিজ। অদল-বদল হবে না র্যাঙ্কিংয়ে। এক টেস্টে জয় আর আরেকটি ড্র করলেও নিজেদের অবস্থান ধরে রাখতে পারবে ক্যারিবিয়ানরা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিম্বাবুয়ের ভালো করার সম্ভাবনা অবশ্য প্রবল। অবসর ভেঙ্গে এই সিরিজ দিয়েই যে ফের জিম্বাবুয়ের হয়ে নামছেন ব্রেন্ডন টেইলর ও কাইল জার্ভিস। জিম্বাবুয়ে-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তাই নজর রাখতেই পারেন টাইগার সমর্থকরা।
Comments