খালেদা-সুষমা বৈঠক আজ রাতে

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সাথে আজ রাতে বৈঠক করবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য সামসুদ্দিন দিদার দ্য ডেইলি স্টারকে বলেন, আজ রাত ৮টায় সোনারগাঁও হোটেলে সুষমা স্বরাজের সাথে বৈঠকে বসবে বিএনপির সাত সদস্যের ডেলিগেশন। বিকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর।
বৈঠকে খালেদার সাথে বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন দিদার।
বাংলাদেশ-ভারত যৌথ কনসালটেটিভ কমিটির বৈঠকে যোগ দিতে বাংলাদেশে আসছেন সুষমা। সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও উচ্চ পর্যায়ের আলোচনা হবে।
Comments