এ বছর বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব হচ্ছে না

Abul Khair
২২ অক্টোবর ২০১৭, বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের এক সংবাদ সম্মেলনে এ বছরের বেঙ্গল শাস্ত্রীয় সংগীত উৎসব বাতিলের ঘোষণা দেন। ছবি: শেখ মেহেদী মোর্শেদ

জায়গা বরাদ্দ না পাওয়ায় এ বছরের বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব হচ্ছে না বলে জানিয়েছেন উৎসব আয়োজকরা।

দেশের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম প্রধান এই উৎসবের আয়োজক বেঙ্গল ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ (২২ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের, ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী এবং কালি ও কলম সম্পাদক আবুল হাসনাত।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গত ৩১ আগস্ট সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের (এএসসিবি) কাছে বাংলাদেশ আর্মি স্টেডিয়াম উচ্চাঙ্গসংগীত উৎসবের জন্যে বরাদ্দ দেওয়া বিষয়টি নাকচ করে দিলে এ বছরের উৎসব বাতিল করার সিদ্ধান্ত নেন আয়োজকরা।

পাঁচদিনব্যাপী এই উৎসব ২৩ নভেম্বর শুরু হওয়ার কথা ছিলো। সেসময় পোপ ফ্রান্সিসের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে।

কিন্তু যখন জানা যায় যে পোপ সফরে আসবেন ৩০ নভেম্বর এবং তাঁর মূল অনুষ্ঠান আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে না তখন জায়গা বরাদ্দ চেয়ে বেঙ্গল ফাউন্ডেশনের পক্ষ থেকে গত ৯ সেপ্টেম্বর আবারও আবেদন করা হয়। কিন্তু, সে বিষয়টি নিয়ে আর কোন অগ্রগতি হয়নি।

উৎসবের ব্যাপ্তি ও আয়োজনের বিশালতার কথা চিন্তা করে আয়োজকরা এ বছরের অনুষ্ঠানটি বাতিল করার সিদ্ধান্ত নেন।

ভারতের পণ্ডিত যশরাজ, পণ্ডিত বিশ্ব মোহন ভাট, এশিয়ার প্রথম গ্র্যামি বিজয়ী বিদ্যান বিক্কু বিনয়াক্রম, উস্তাদ রশিদ খান, পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া, উস্তাদ শহিদ পারভেজ খানসহ আরও অনেকে উৎসবে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন বলেও আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

Comments

The Daily Star  | English

Govt cuts interest rates on savings tools

Finance ministry lowers rates on four key savings instruments

45m ago