‘ডুব’-এর উদ্বোধনী অনুষ্ঠান ঢাকায় নয়, কলকাতায়

মুক্তির আগে ২৫ অক্টোবর “ডুব” ছবির উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা ছিলো ঢাকায়। সেখানে উপস্থিত থাকার কথা ছিলো বলিউড অভিনেতা ও ছবিটির সহ প্রযোজক ইরফান খানের। কিন্তু, আজ (২২ অক্টোবর) দুপুরে পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী এক ফেসবুক পোস্টে জানান, বাংলাদেশে “ডুব”-এর প্রিমিয়ার হবে না, হবে কলকাতায়।
tisha with irrfan khan
অভিনেতা ইরফান খান ও নুসরাত ইমরোজ তিশা। ছবি: স্টার

মুক্তির আগে ২৫ অক্টোবর “ডুব” ছবির উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা ছিলো ঢাকায়। সেখানে উপস্থিত থাকার কথা ছিলো বলিউড অভিনেতা ও ছবিটির সহ প্রযোজক ইরফান খানের। কিন্তু, আজ (২২ অক্টোবর) দুপুরে পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী এক ফেসবুক পোস্টে জানান, বাংলাদেশে “ডুব”-এর প্রিমিয়ার হবে না, হবে কলকাতায়।

তিনি আরও জানান, কলকাতায় আগামী ২৬ অক্টোবর ছবিটির প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।

পরিচালক তাঁর পোস্টে লেখেন, “আপনারা সবাই জানেন ডুব ভারত এবং বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত একটা ছবি। ছবির চারজন প্রধান অভিনয় শিল্পীর মধ্যে দুইজন বাংলাদেশের এবং দুইজন ভারতের। ছবির পরিচালক এবং চিত্রনাট্যকার বাংলাদেশের। চিত্রগ্রাহক, সম্পাদক, সংগীত পরিচালক বাংলাদেশের। গল্প বাংলাদেশের। লোকেশন বাংলাদেশে। শুটিং হয়েছে বাংলাদেশে। মহরত বাংলাদেশে। এখন আমাদের ভারতীয় প্রযোজক প্রশ্ন করেছেন, প্রিমিয়ারও যদি বাংলাদেশে করেন তাহলে আমরা কি পেলাম?”

তিনি আরও লিখেন, “তাদের এই বক্তব্য আমাদের কাছে যুক্তিসংগত মনে হয়েছে। যৌথ প্রযোজনার স্পিরিটকে শ্রদ্ধা জানাতে আমরা প্রযোজকরা তাই সিদ্ধান্ত নিয়েছি ছবির প্রিমিয়ার শো কোলকাতায় হবে, ২৬ তারিখ সন্ধ্যায়।”

উদ্বোধনী অনুষ্ঠানে ইরফান খান, নুসরাত ইমরোজ তিশা, পার্ণো মিত্র, মোস্তফা সরয়ার ফারুকী, এবং ছবির প্রযোজকগণ অংশ নিবেন বলেও তিনি ফেসবুক পোস্ট উল্লেখ করেন।

আগামী ২৭ অক্টোবর “ডুব” মুক্তি পাবে। ছবিটি বাংলাদেশ ও ভারত ছাড়াও অস্ট্রেলিয়া, আমেরিকা, সিঙ্গাপুর, ইতালি এবং ফ্রান্সে মুক্তি দেওয়া হবে।

Comments

The Daily Star  | English

Labour bill sent to freezer

In an almost unheard-of move, President Mohammed Shahabuddin has sent a bill back to parliament for reconsideration and the bill is the newly amended labour law.

47m ago