যৌন হয়রানি: প্রিয়াংকার পর বিদ্যার ক্ষোভ প্রকাশ

Vidya Balan
অভিনেত্রী বিদ্যা বালান। ছবি: সংগৃহীত

প্রিয়াংকা চোপড়ার পর এবার সরব হলেন বলিউডের অপর শীর্ষ অভিনেত্রী বিদ্যা বালান। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, যৌন হয়রানির বিরুদ্ধে অভিনেত্রীদের সোচ্চার হতে হবে।

বলিউডলাইফডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে গতকাল (২১ অক্টোবর) বিদ্যা বলেন, “আপনারা জানেন, হলিউডের প্রযোজক হার্ভি ওয়েইন্সটিন বহু বছর ধরে নারীদের প্রতি অশোভন আচরণ করে আসছেন। সম্প্রতি, নিউইয়র্ক টাইমসে এ খবর প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত কেউই এ বিষয় নিয়ে মুখ খুলেননি।”

দুঃখ প্রকাশ করে বিদ্যা বলেন, “হতে পারে ওয়েইন্সটিন খুবই ক্ষমতাধর প্রযোজক। আমরা তার চলচ্চিত্র দেখে মুগ্ধ হই। তবে, হলিউডে প্রভাবশালী অভিনেত্রীও তো রয়েছেন। তাঁরাও এতোগুলো বছর মুখ বুজে থাকলেন। হতে পারেন তাঁরা প্রভাবশালী, হয়তো যৌন হয়রানির বিরুদ্ধে মুখ খুলতে তাঁরা নিরাপদ বোধ করেননি।”

আরও পড়ুন:

বলিউডে যৌন হয়রানির অভিযোগ প্রিয়াংকা চোপড়ার

Comments