পিতৃহারা রানী মুখার্জি

পিতৃহারা হলেন বলিউডের অভিনেত্রী রানী মুখার্জি। রবিবার ২২ অক্টোবর দুপুরে মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে অভিনেত্রীর বাবা পরিচালক, প্রযোজক রামকুমার মুখার্জি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছেন ভারতের চলচ্চিত্র অঙ্গনে।
Rani Mukherjee With His Father Ram Kumar Mukherjee
বাবা রামকুমার মুখার্জির সাথে রানী মুখার্জি। ছবি: এনডিটিভি

পিতৃহারা হলেন বলিউডের অভিনেত্রী রানী মুখার্জি। রবিবার ২২ অক্টোবর দুপুরে মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে অভিনেত্রীর বাবা পরিচালক, প্রযোজক রামকুমার মুখার্জি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছেন ভারতের চলচ্চিত্র অঙ্গনে।

রামকুমার মুখার্জি ছিলেন মুম্বাইয়ের চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত প্রায় শত বছরের মুখার্জি পরিবারের অন্যতম সদস্য। প্রখ্যাত শশধর মুখার্জি ভাইপোও ছিলেন রামকুমার।

বার্ধক্য জনিত নানা রোগে ভুগছিলেন রামকুমার। গত কয়েক মাস ধরে অবস্থার অবনতি হতে শুরু হয়। দুর্গা পুজোর আগে আরও সংকটাপন্ন হয়ে পড়েন। এরপর কিছুটা উন্নতি হলেও ১২ অক্টোবর তাকে ফের হাসপাতালে ভর্তি করা হয়।

রবিবার রাতে মুম্বাইয়ের ভিলে পার্ল পরমহংস মহাশ্মশানে প্রয়াতের শেষকৃত্যানুষ্ঠান শেষ হয় বলে জানিয়েছেন রানী মুখার্জির স্বামী আদিত্য চোপড়া।

রানীর মা কৃষ্ণা মুখার্জি জানিয়েছেন, রাম শুধু আদর্শ স্বামীই ছিলেন না বরং আদর্শ পিতাও। রাজ মুখার্জি নামে রানীর এক ভাই রয়েছে।

পিতৃশোকে ভেঙে পড়েছেন রাণী মুখোপাধ্যায়। রবিবার বাবার শেষকৃত্যানুষ্ঠানে হাজির ছিলেন তিনি।

প্রয়াতের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেছেন বলিউডের শীর্ষস্থানীয় শিল্পী ও কলাকুশলীরা। টুইট করে শোক জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও।

Comments

The Daily Star  | English

3 buses set on fire within 10 minutes

The incidents were reported in the capital's Gabtoli, Agargaon, and Sayedabad

6h ago