এবারও বিপিএলের টাইটেল স্পন্সর একেএস গ্রুপ

গেল আসরের মতো এবারও বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর টাইটেল স্পন্সর হয়েছে আবুল খায়ের গ্রুপ (একেএস)। টুর্নামেন্টের টাইটেলের সামনেই দেখা যাবে তাদের নাম।
সোমবার সংবাদ সম্মেলনে পঞ্চম আসরের টাইটেল স্পন্সরের নাম ঘোষণা করা হয়। ৪ নভেম্বর থেকে সিলেটে শুরু হচ্ছে ঘরোয়া টি-টোয়েন্টি সবচেয়ে ঝমকালো এই টুর্নামেন্ট। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘আগেরবারের মতো এবারও একেএস গ্রুপ আমাদের সঙ্গে আছে। বাংলাদেশের ক্রিকেটের শুরু থেকেই তারা সহায়কের ভূমিকায় কাজ করেছে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আবুল খায়ের গ্রুপের ডিরেক্টর (ব্র্যান্ড মার্কেটিং) নওশাদ করিম চৌধুরী,মাত্রার ম্যানেজিং পার্টনার সানাউল আরেফিন ও কে স্পোর্টসের প্রধান নির্বাহী ফাহাদ এম এ করিম।
এবার বিপিএলে ভেন্যু বেড়েছে একটি। সিলেট ভেন্যুর পাশাপাশি আসরে ফিরে এসেছে সিলেটের ফ্রেঞ্চাইজিও। তবে নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংক গ্যারান্টি দিতে না পারায় পঞ্চম আসর থেকে বাদ দেওয়া হয় বরিশাল বুলসকে। তাই দল থাকছে আগের মতই সাতটি।
Comments