এবার সাকিবের পালা
মুশফিকের দল ২-০ তে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে। ওয়ানডেতে মাশরাফির দল নাজেহাল হয়েছে ৩-০ তে। দক্ষিণ আফ্রিকায় এবার পালা সাকিব আল হাসানের। টি-টোয়েন্টিতে যে তিনিই অধিনায়ক।
এবারই প্রথম তিন ফরম্যাটে তিন অধিনায়ককে নিয়ে কোন ট্যুর করছে বাংলাদেশ। কিন্তু দক্ষিণ আফ্রিকা মিশনের পুরোটাই তেতো অভিজ্ঞতায় ভরপুর। শেষটায় কি কিছু মধুর স্মৃতি আনতে পারবেন সাকিব আল হাসানরা?
শ্রীলঙ্কায় সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ খেলে সংক্ষিপ্ততম সংস্করণ থেকে অবসর নেন মাশরাফি মর্তুজা। এই ফরম্যাটে নেতৃত্ব পাওয়া সাকিবের উপর পুরো আস্থা আছে তার, ‘আমার মনে হয়, সেরা ব্যক্তিই আছে এখানে- সাকিব। নতুন সিরিজ শুরু হবে আবার। টেস্ট, ওয়ানডেতে যা হয়েছে তা ভুলে যদি নতুন সিরিজে আমরা শুরু থেকে ইতিবাচক ক্রিকেট খেলতে পারি তাহলে ভালো করব।’
দক্ষিণ আফ্রিকায় গিয়ে টেস্ট, ওয়ানডে সব ম্যাচেই বিধ্বস্ত হওয়ার পর টি-টোয়েন্টি সিরিজে জিতে গিয়েছিলো শ্রীলঙ্কা। সেই শ্রীলঙ্কাকে মাশরাফির বিদায়ী ম্যাচে হারিয়েছিল বাংলাদেশ। মাশরাফিও আশা খুঁজছেন সেখানে, ‘আমরা যদি আমাদের সম্ভাবনা অনুযায়ী খেলতে পারি, শ্রীলঙ্কায় শেষ ম্যাচে যেভাবে খেলেছিলাম সেভাবে উজ্জীবিত হয়ে খেলতে পারি তাহলে সম্ভব।’
সব ফরম্যাটের থেকে টি-টোয়েন্টিতেই অবশ্য বাংলাদেশের পরিসংখ্যান সবচেয়ে খারাপ। র্যাঙ্কিংয়ে আছে আফগানিস্তানেরও নিচে। অন্য দল থেকে টি-টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ খেলেও কম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই পর্যন্ত চারটি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। তাতে কোনবারই জিততে পারেনি টাইগাররা।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ব্লুমফন্টেইনে বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে প্রথম টি-টোয়েন্টি। ২৯ অক্টোবরের পচেফস্ট্রমে দুদল খেলবে সিরিজের শেষ ম্যাচ।
Comments