ফিফার সেরা কোচের পুরষ্কার জিতলেন রিয়ালের জিদান
টানা দুইবার রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতিয়ে ২০১৭ সালের সেরা কোচ হয়েছেন রিয়াল মাদ্রিদের জিনেদিন জিদান।
সোমবার রাতে লন্ডনের পলেডিয়াম থিয়েটারে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে ফরাসী এই সাবেক কিংবদন্তি ফুটবলার জেতেন সেরা কোচের পুরষ্কার। চূড়ান্ত তালিকায় ছিলেন গেল মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ জেতানো চেলসি কোচ আন্তনিও কন্তে ও জুভেন্টাসের কোস মাসিমিলানো আল্লেগ্রি।
ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো ফুটবলার জিদান খেলোয়াড়ি জীবনের মতো কোচিং ক্যারিয়ারেও সফল। রিয়াল মাদ্রিদের হয়ে খেলোয়াড়ি জীবনে সাফল্য পেয়েছিলেন অনেক। এবার ক্লাবকে একের পর এক শিরোপা জিতিয়ে হলেন বছরের সেরা কোচ।
Comments