মেসিকে হারিয়ে এবারও বর্ষসেরা ফুটবলার রোনালদো

টানা দ্বিতীয়বার ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতে নিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। মোট পাঁচবার এই পুরস্কার জিতে লিওনেল মেসিকেও স্পর্শ করেছেন তিনি। পুরস্কারের নাম বেস্ট ফিফা মেনস প্লেয়ার হওয়ার পর প্রথম দুবারই তা জিতলেন পর্তুগাল ও রিয়াল মাদ্রিদ সুপারস্টার।
Ronaldo FIFA Best Player 2017
ব্রাজিলিয়ান রোলান্ডো ও দিয়াগো ম্যারাডোনার কাছ থেকে সেরা ফুটবলারের পুরষ্কার নিচ্ছেন ক্রিস্তিয়ানো রোনালদো। ছবি: এএফপি

টানা দ্বিতীয়বার ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতে নিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। মোট পাঁচবার এই পুরস্কার জিতে লিওনেল মেসিকেও স্পর্শ করেছেন তিনি। পুরস্কারের নাম বেস্ট ফিফা মেনস প্লেয়ার হওয়ার পর প্রথম দুবারই তা জিতলেন পর্তুগাল ও রিয়াল মাদ্রিদ সুপারস্টার।

সোমবার রাতে লন্ডনের পলেডিয়াম থিয়েটারে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে রোনালদোর হাতে ২০১৭ সালের সেরা পুরুষ ফুটবলারের পুরস্কার তুলে দেন ব্রাজিলিয়ান রোনাল্ডো ও আর্জেন্টাইন লিজেন্ড ডিয়াগো ম্যারাডোনা । সেরা পুরুষ ফুটবলারের লড়াইয়ের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন লিওনেল মেসি ও নেইমার। বর্ষসেরা নারী ফুটবলার হয়েছেন লিকা মার্টিন।

ব্যালড ডি’অর এর সঙ্গে একীভূত হওয়ার আগে ২০০৮ সালে প্রথমবার বর্ষসেরা হয়েছিলেন রোনালদো। ২০০৯ সালে জিতেছিলেন মেসি। ব্যালড ডি’অরের সঙ্গে একীভূত হওয়ার পর ২০১০ থেকে টানা তিনবার জিতেন লিওনেল মেসি। ২০১৩ ও ২০১৪ সালে টানা দুবার জিতেন রোনালদো। ২০১৫ সালে আবার জিতেন লিওনেল মেসি। ২০১৬ সালে ব্যালড ডি’অর থেকে ফের আলাদা হয়ে পুরষ্কার দেওয়া শুরু করে ফিফা। নাম হয় বেস্ট ফিফা মেনস প্লেয়ার। তাতে প্রথমবার জেতার পর এবারও সেরা হলেন পর্তুগালের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার।

বর্ষসেরা গোলের পুরষ্কার জিতেন আর্সেনালের অলিভিয়া জিরুদ। বর্ষসেরা কোচ হন রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান। বছরের সেরা গোলরক্ষকের পুরষ্কার এবারও জিতেছেন ইতালিয়ান জিয়ানলুইজু বুফন। সেরা সমর্থকের পুরষ্কার পায় সেলটিক এফসির ফ্যানরা।

ফিফার সদস্য বিশ্বের সব জাতীয় দলের অধিনায়ক, কোচ, বিশ্বজুড়ে ফিফা নির্বাচিত সাংবাদিক ও অনলাইনে ফুটবলপ্রেমীরা বর্ষসেরা ফুটবলার নির্বাচনে ভোট দিয়ে থাকেন। 

আগের ১০ বারের বিজয়ীরা:

ফিফা বর্ষসেরা:

২০০৭- কাকা

২০০৮-ক্রিস্তিয়ানো রোনালদো

২০০৯- লিওনেল মেসি

একীভূত ফিফা ব্যালন ডিঅর:

২০১০-লিওনেল মেসি

২০১১-লিওনেল মেসি

২০১২-লিওনেল মেসি

২০১৩-ক্রিস্তিয়ানো রোনালদো

২০১৪-ক্রিস্তিয়ানো রোনালদো

২০১৫-লিওনেল মেসি

বেস্ট ফিফা মেনস প্লেয়ার:

২০১৬-ক্রিস্তিয়ানো রোনালদো

২০১৭- ক্রিস্তিয়ানো রোনালদো

 

Comments

The Daily Star  | English

Mozammel, Shyamal, Shahriar on 7-day remand in murder cases

Dhaka Additional Chief Metropolitan Magistrate Md Sanaullah passed the orders after they were produced before the court in the morning with a 10-day remand prayer for them

1h ago