'বুড়ো' বুফনই গোলবারের নিচে সেরা
বয়স ৪০ এর ঘরে। তবু এখনো অসাধারণ রিফ্লেক্স। তার ধারে কাছে আসতে পারেন না তরুণ গোলরক্ষকরাও। নিজের অসাধারণত্বের আরেকবার স্বীকৃতি পেলেন জিয়ানলুইজি বুফন। জুভেন্টার ও ইতালিয়ান লিজেন্ড হয়েছেন ২০১৭ সালের ফিফার বর্ষসেরা গোলরক্ষক।
সোমবার বাংলাদেশ সময় দিনগত রাতে লন্ডনের পলেডিয়াম থিয়েটারে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে সেরার গোলকিপারের পুরষ্কার পান বুফন।
গত মৌসুমে জুভেন্টাসকে টানা তৃতীয়বার ঘরোয়া ডাবল সেরি আ ও কোপা ইতালিয়া জেতাতে তার ছিল বড় ভূমিকা। দলকে নিয়ে যান চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও।
সেরা গোলরক্ষকদের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন রিয়াল মাদ্রিদের কেইলর নাভাস ও বুন্ডেসলিগা জয়ী বায়ার্ন মিউনিখের মানুয়েল নয়ার।
Comments