আফগানিস্তানের গল্প নিয়ে অ্যাঞ্জেলিনা জোলি

আফগানিস্তানে তখন তালিবান শাসন। দেশটির রাজধানী শহর কাবুলে কোন কারণ ছাড়াই নূরুল্লাহ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। বাবার এমন অবস্থা দেখে ১১ বছরের মেয়ে পার্বণ হাল ধরে পরিবারের। মা ফাতিমা এবং ছোট বোন সুরাইয়ার জন্যে সে কাজের খোঁজে বের হয় ছেলেদের পোশাক গায়ে দিয়ে।
Angelina Jolie
অ্যানিমেশন চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে “দ্য ব্রেডউইনার” ছবির প্রযোজক অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে মেয়ে জাহরা জোলি-পিট (মাঝে) এবং অভিনয়শিল্পী সারা চৌধুরী। ছবি: ভ্যারাইটির সৌজন্যে

আফগানিস্তানে তখন তালিবান শাসন। দেশটির রাজধানী শহর কাবুলে কোন কারণ ছাড়াই নূরুল্লাহ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। বাবার এমন অবস্থা দেখে ১১ বছরের মেয়ে পার্বণ হাল ধরে পরিবারের। মা ফাতিমা এবং ছোট বোন সুরাইয়ার জন্যে সে কাজের খোঁজে বের হয় ছেলেদের পোশাক গায়ে দিয়ে।

আইরিশ পরিচালক নোরা উমির “দ্য ব্রেডউইনার” অ্যানিমেশন চলচ্চিত্রের এ গল্পটি নেওয়া হয়েছে কানাডীয় সাহিত্যিক দেবোরাহ এলিসের একই শিরোনামের বেস্ট সেলিং উপন্যাস থেকে।

সম্প্রতি হলিউডে টিসিএল চাইনিজ থিয়েটারে অনুষ্ঠিত অ্যানিমেশন ইজ ফিল্ম ফেস্টিভ্যাল (এআইএফএফ)-এ ছবিটির উদ্বোধনী প্রদর্শনীতে দুই কন্যা শিলোহ এবং জাহরাকে নিয়ে যোগ দেন ছবিটির অন্যতম প্রযোজক অ্যাঞ্জেলিনা জোলি।

অনুষ্ঠানে জোলি বলেন, “পৃথিবীতে এখনো কিছু দেশে কন্যাশিশুদের ওপর অনেক নিষেধাজ্ঞা রয়েছে। উঁচু দেয়াল দিয়ে তাদেরকে তাদের স্বপ্ন ও অধিকার থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে। তাদের অভিজ্ঞতাগুলো খুবই ভয়াবহ।”

ছবিটি সম্পর্কে হলিউডের এই শীর্ষ অভিনেত্রীর মন্তব্য, “আফগানিস্তানের সমৃদ্ধ সংস্কৃতি, সে দেশের মানুষদের উষ্ণ ভালোবাসা এবং তাদের প্রতি অপমানকর আচরণের কথা এখানে তুলে ধরা হয়েছে।”

“এটি শুধু একটি আফগান গল্পই নয়, এটি আমাদের সময়ের গল্প। এটি এমন এক বিশ্বের গল্প যেখানে নারীর সম-অধিকার এখনো একটি জ্বলন্ত ইস্যু,” যোগ করেন জাতিসংঘের শরণার্থী সংস্থার এই বিশেষ দূত।

এক ঘণ্টা ৩৪ মিনিটের এই ছবিটি আগামী ১৭ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হবে। মুক্তির আগেই আইএমডিবির দর্শক জরিপে “দ্য ব্রেডউইনার” পেয়েছে ১০ এর মধ্যে ৭.৮ এবং রটেন টম্যাটোর জরিপে ১০ এ ৭.৫।

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

2h ago