বলিউডে ঈদ ও সালমান খান

ঈদের সঙ্গে সালমান খানের চলচ্চিত্রের একটি যোগসূত্র রয়েছে তা জানেন বলিউড ভক্তরা। তাই ভক্তদের কথা মাথায় রেখে চলছে সাল্লুর ঈদ-প্রস্তুতি। তবে তা আগামী ঈদের জন্যে নয়। এ প্রস্তুতি ২০১৯ সালের ঈদের জন্যে।
salman khan
বলিউড অভিনেতা সালমান খান। ছবি: সংগৃহীত

ঈদের সঙ্গে সালমান খানের চলচ্চিত্রের একটি যোগসূত্র রয়েছে তা জানেন বলিউড ভক্তরা। তাই ভক্তদের কথা মাথায় রেখে চলছে সাল্লুর ঈদ-প্রস্তুতি। তবে তা আগামী ঈদের জন্যে নয়। এ প্রস্তুতি ২০১৯ সালের ঈদের জন্যে।

২০১১ সালের ঈদে অতুল অগ্নিহোত্রীর প্রযোজনায় সালমান খানের ব্লকবাস্টার “বডিগার্ড” এবং ২০১৬ সালের ঈদে আলি আব্বাস জাফর পরিচালিত ব্লকবাস্টার “সুলতান”-এর কথা মাথায় রেখে ২০১৯ সালের ঈদের ছবি “ভারত”-এ অভিনয়ের জন্যে তাঁকে আগেভাগেই বলে রাখা হয়েছে।

অগ্নিহোত্রীর প্রযোজনায় এবং জাফরের পরিচালনায় “ভারত” চলচ্চিত্রের শুটিং শুরু হবে আগামী এপ্রিলে। ভারতের পাঞ্জাব ও দিল্লি ছাড়াও ছবিটির শুটিং হবে আবুধাবি এবং স্পেনে।

এ ছবিতে সালমানের সঙ্গে কারা অভিনয় করবেন তা ঠিক করা হবে আগামী তিন মাসের মধ্যেই। খবর, টাইমস অব ইন্ডিয়ার।

Comments

The Daily Star  | English

Post-August 5 politics: BNP, Jamaat drifting apart

The taunts and barbs leave little room for doubt that the 33-year-old ties have soured. Since the fall of Sheikh Hasina’s government on August 5, BNP and Jamaat-e-Islami leaders have differed in private and in public on various issues, including reforms and election timeframe.

5h ago