খুদে ভক্তের চিঠিতে আপ্লুত তামিম
তামিম ইকবালের জনপ্রিয়তা যেমন বিশ্বজোড়া তেমনি সব বয়সী মানুষই রয়েছে তার ভক্তদের মধ্যে। সম্প্রতি আরেকবার তার প্রমাণ মিলল তাকে লেখা এক খুদে ভক্তের চিঠিতে। ভালোবাসায় পূর্ণ এই চিঠি তামিমের মন ছুঁয়ে গেছে। চিঠিটি তামিম তার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করেছেন।
গত বছর নভেম্বরের কোনো এক শুক্রবার পেন্সিল দিয়ে সেই ভক্ত লিখেছেন, “প্রিয় তামিম ইকবাল। আমি তাদওয়ার ইয়াজদান সাইয়াহ। তুমি বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। আমি তোমার মত হতে চাই। তোমার সবচেয়ে বড় ভক্ত আমি। তুমি আমার বন্ধু হবে? আমরা কি আজ দুপুরে একসাথে খেতে পারি? ভালোবাসায় তাদওয়ার।”
তামিম তার এই ভক্তের চিঠির জবাব দিয়েছেন ফেসবুকে। চিঠির ছবি প্রকাশ করে তিনি লিখেন, “আমি ভাবি, পৃথিবীতে স্রষ্টার সেরা সৃষ্টি এই ক্রিকেট খেলা। সারা পৃথিবীর ক্রিকেট ভক্তরা নিজের যতটা জ্ঞাতি মনে করেন তা নিজ দেশের মানুষের চেয়েও বেশি। এ ধরনের ভক্তদের জন্যই আমরা খেলাটি চালিয়ে যাই!”
Comments