বিপিএল নয় তামিমের প্রাধান্য জাতীয় দল

দক্ষিণ আফ্রিকায় গিয়েই চোট পেয়েছিলেন তামিম ইকবাল। সেরে উঠে মাঠেও ফিরেছিলেন তবে চোট খেলতে দিল না নির্বিঘ্নে। সফর শেষের আগেই ফিরে এলেন দেশে। ঊরুর পেশির চোট থেকে দেশসেরা ওপেনার কবে সেরে উঠবেন এখনি বলার উপায় নেই। পুরো সেরে উঠার আগে হুটহাট মাঠে নামতে চান না তিনি। বিপিএলের কিছু খেলা মিস করলেও জাতীয় দলের খেলার আগে ফিরতে চান।
দেশে ফিরে মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তামিম বলেন, 'আমার চাওয়াটা খুবই পরিষ্কার। আমি প্রাধান্য দেব জাতীয় দলকে। পুরোপুরি সুস্থ হওয়ার আগ পর্যন্ত আমার মনে হয় না খেলা উচিত হবে। এই কাজ আমি করবও না।'
বিপিএলে আবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক তামিম। সিলেট ভেন্যুতে কুমিল্লার প্রথম দুই ম্যাচ ৫ ও ৭ নভেম্বর। ওই দুই ম্যাচে নিশ্চিতভাবেই না থাকার কথা জানালেন নিজেই, 'বিপিএলে কতগুলো ম্যাচ মিস করব, এখনই বলাটা একটু দ্রুত হয়ে যায়। আপাতত দুই সপ্তাহ পুরো রিহ্যাবে থাকতে হবে। তারপর আবার অবস্থা দেখা হবে। মোট কয়টি ম্যাচ মিস হবে, সেটা তখন হয়ত বলতে পারব। তবে এটা নিশ্চিত যে প্রথম দুটি ম্যাচ খেলতে পারব না।”
বিপিএলের পরই বাংলাদেশের তোড়জোড় শুরু হবে দেশের মাঠে শ্রীলঙ্কা সিরিজ নিয়ে। তার আগেই সেরে উঠা নিয়ে যতো চিন্তা টাইগার ওপেনারের, 'বিপিএল সবার জন্য গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট। কিন্তু জাতীয় দলেরও খেলা আছে। আমার কাছে সেটির গুরুত্বই বেশি। শ্রীলঙ্কার সাথে বড় সিরিজ হবে। বিপিএলে যত ম্যাচই মিস হোক না কেন, আমি পুরোপুরি সুস্থ হয়ে নামব।'
Comments