‘টার্মিনেটর সিক্স’ এ আর্নল্ড শোয়ার্জেনেগার
হলিউডের জনপ্রিয় অ্যাকশন মুভি “টার্মিনেটর”-এর সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে আর্নল্ড শোয়ার্জেনেগারের নাম। এই সিরিজের পাঁচটি চলচ্চিত্রের মধ্যে চারটিতে ছিলো তাঁর সরব উপস্থিতি। একটিতে অর্থাৎ “টার্মিনেটর স্যালভেশন”-এ তিনি থাকতে পারেননি তাঁর রাজনৈতিক দায়িত্বের কারণে। তবে এই সিরিজের নতুন ছবি “টার্মিনেটর সিক্স” এ দেখা যাবে বর্ষীয়ান এই অভিনেতাকে।
স্বনামধন্য পরিচালক জেমস ক্যামেরনের সঙ্গে আবারো দেখা যাবে শোয়ার্জেনেগারকে। নতুন এই চলচ্চিত্রে শোয়ার্জেনেগারের এক পুরনো সহকর্মীকেও দেখা যাবে বলে কন্টাক্টমিউজিকের খবরে জানানো হয়।
বিজনেস ইনসাইডারকে দেওয়া এক সাক্ষাৎকারে শোয়ার্জেনেগার বলেন, “আমার মনে হয়, জেমস ক্যামেরন এবং (পরিচালক) টিম মিলার নতুন একটি ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছেন। ছবিটি টার্মিনেটরের একটি ধারাবাহিকতা হলেও আসলে এটি সম্পূর্ণই নতুন ধরণের ছবি হবে।”
“ছবিতে পুরনোদের মধ্যে লিন্ডা হ্যামিলটন ও আমাকে রাখা হয়েছে। আর সব চরিত্রগুলোকে নতুন করে সাজানো হচ্ছে,” যোগ করেন সর্বকালের সেরা এই অ্যাকশন অভিনেতা।
Comments