খুলে দেওয়া হল মগবাজার-মৌচাক ফ্লাইওভার

বহুল আলোচিত মৌচাক-মগবাজার ফ্লাইওভারটি সর্বসাধারণের জন্যে খুলে দেওয়া হয়েছে। [ভিডিও]

বহুল আলোচিত মৌচাক-মগবাজার ফ্লাইওভারটি সর্বসাধারণের জন্যে খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবন থেকে ফ্লাইওভারটি উদ্বোধন করেন।

মগবাজার, রাজারবাগ, কাকরাইল, সাতরাস্তার মোড়, শান্তিনগর বা মালিবাগ – কোথায় যাবেন আপনি? যেখানেই যান না কেনো উঠে পড়ুন এই ফ্লাইওভারে।

প্রায় ৮.৭ কিলোমিটার দীর্ঘ ঢাকার দ্বিতীয় বৃহত্তম ফ্লাইওভারটির নির্মাণে খরচ হয়েছে এক হাজার ৮০০ কোটি টাকা, এমনটি জানিয়েছেন এলজিইডি কর্তৃপক্ষ।

২০১৬ তে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও একটু বাড়তি সময় লেগে যায় মাটির নিচে ইউটিলিটি লাইনের বিভিন্ন জটিলতার কারণে। তবে নির্মাণকাজে সময় একটু বেশি লাগলেও যানজট ও যোগাযোগের দুর্ভোগ কমাবে এই ফ্লাইওভারটি।

ভিডিওতে দেখুন বিস্তারিত।

Comments

The Daily Star  | English

Ban on plastic bags a boon for eco-friendly sacks

Availability of raw materials now a challenge

6h ago