‘ভালো ছবি একটিই যথেষ্ট’

প্রায় আড়াই বছরের অভিনয় জীবনে যৌথ প্রযোজনার পাঁচটি ছবি মুক্তি পেয়েছে নুসরাত ফারিয়ার। ছবিগুলো দুই দেশেই বেশ সাড়া ফেলেছে। ২০১৫ সালে অশোক পাতির “আশিকী” ছবির মাধ্যমে বড় পর্দায় তাঁর অভিষেক হয় কলকাতার অঙ্কুশের বিপরীতে।
এরপর, “হিরো ৪২০”, “ধেৎতেরিকি”, “প্রেমী ও প্রেমী” এবং “বস টু” ছবিগুলো মুক্তি পেয়েছে। এসব ছবিতে তাঁর বিপরীতে ছিলেন পশ্চিমবঙ্গের জিৎ, ওম এবং বাংলাদেশের আরিফিন শুভ। বর্তমানে নতুন একটি “ইন্সপেক্টর নটি.কে” নামে কলকাতার ছবিতে জিতের বিপরীতে অভিনয় করছেন নুসরাত ফারিয়া।
এরই মধ্যে ইতালি এবং ভারতের বিভিন্ন জায়গায় এর শুটিং হয়েছে। এ ছবিটি করার পর নতুন ছবির বিষয়ে জানতে চাইলে ফারিয়া দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “বছরে ভালো ছবি একটিই যথেষ্ট বলে আমি মনে করি। তাই বছরে একটির বেশি ছবিতে কাজ করার ইচ্ছাও তেমন নেই। এটি আমার সিদ্ধান্তও বলতে পারেন।”
“ইন্সপেক্টর নটি.কে” ছবিটি নিয়ে আশাবাদ প্রকাশ করে ফারিয়া বলেন, “এ ছবিতে আমাকে পুলিশের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। চরিত্রের নাম সামিরা। প্রথমবার এমন চরিত্র নিয়ে দর্শকের সামনে হাজির হব।”
Comments