বাংলাদেশের সামনে ১৯৫ রান ডিঙানোর চ্যালেঞ্জ

চার পেসার নিয়ে নেমেছিল বাংলাদেশ। তবে রুবেল হোসেন ছাড়া বাকিরা করলেন এলোমেলো বোলিং। তেতে উঠে পেসের ঝাঁজ দেখিয়েছেন রুবেল। স্পিনে সাকিব, মিরাজও রেখেছেন ভূমিকা। তবু প্রায় দুইশ রানের কাছেই চলে গেল দক্ষিণ আফ্রিকার ইনিংস। প্রথম টি-টোয়েন্টি জিততে হলে বাংলাদেশকে করতে হবে ১৯৬ রান। ডি কক করেছেন ৪৪ বলে ৫৯, ডি ভিলিয়ার্সের ব্যাট থেকে এসেছে ২৭ বলে ৪৯ রানের ইনিংস।
উইকেট পাওয়ার পর সাকিবের উল্লাস, ছবি: এএফপি

চার পেসার নিয়ে নেমেছিল বাংলাদেশ। তবে রুবেল হোসেন ছাড়া বাকিরা করলেন এলোমেলো বোলিং। তেতে উঠে পেসের ঝাঁজ দেখিয়েছেন রুবেল। স্পিনে সাকিব, মিরাজও রেখেছেন ভূমিকা। তবু প্রায় দুইশ রানের কাছেই চলে গেল দক্ষিণ আফ্রিকার ইনিংস। প্রথম টি-টোয়েন্টি জিততে হলে বাংলাদেশকে করতে হবে ১৯৬ রান। ডি কক করেছেন ৪৪ বলে ৫৯, ডি ভিলিয়ার্সের ব্যাট থেকে এসেছে ২৭ বলে ৪৯ রানের ইনিংস। 

ব্লমফন্টেইনে টস জিতে আগে ব্যাটিং নেওয়ার মাজেজা বুঝতে বেশি সময় নেননি প্রোটিয়া টপ অর্ডার। হাশিম আমলাকে বোল্ড করে মেহেদী হাসান মিরাজ প্রথম সাফল্য এনে দিয়েছিলেন। তবে এরপরই তান্ডব শুরু করেন কুইন্টেন ডি কক ও এবিডি ভিলিয়ার্স। ওভার প্রতি প্রায় ১০ করে রান তুল আগাতে থাকে দক্ষিণ আফ্রিকার ইনিংস। কেবল টি-টোয়েন্টি সিরিজের জন্য উড়ে যাওয়ার সার্থকতা রাখতে পারেননি শফিউল ইসলাম। তার প্রথম ওভার থেকেই ডি ককরা করে ফেলেন ১৭ রান। আক্রমণে এসে মার খেয়েছেন তাসকিন, সাইফুদ্দিনও। উপায় না দেখে আবার মিরাজকে ফিরিয়ে সাফল্য পান সাকিব। ডি ভিলিয়ার্সকে ফিফটি করার ১ রান আগেই মাহমুদউল্লাহ রিয়াদের ক্যাচ বানান তিনি। 

অধিনায়ক জেপি ডুমিনিকে কাটেন টাইগার অধিনায়ক। লং অফ ঝাপিয়ে দুবারের চেষ্টায় দারুণ এক ক্যাচ জমান ইমরুল কায়েস। 

ওয়ানডে সিরিজে টাইগারদের সফল বোলার রুবেল হোসেন টি-টোয়েন্টিতেও ছিলেন তেতে। তার আগুণে ওভারের ঝাঁজ টের পেয়েছেন ডি কক। প্রোটিয়া ওপেনারকে ওভারজুড়ে ভুগিয়ে আউট করেছেন তিনি। তবে শেষ দিকে ডেভিড মিলার আর ফারহান বেহারদিন মিলে ঠিকই দুইশোর কাছাকাছি নিয়ে গেছেন দলের সংগ্রহ। 

Comments

The Daily Star  | English
Police implicate dead men in vandalism case

Police see dead man running

Prisoners, migrants, even the deceased get implicated in cases

12h ago