কাতালোনিয়ার পার্লামেন্ট ভেঙ্গে দিয়ে আগাম নির্বাচন ঘোষণা

Catalan independence
কাতালোনিয়ার পার্লামেন্টে স্বাধীনতা নিয়ে ভোটাভুটির সময় গতকাল পার্লামেন্ট ভবনের বাইরে স্বাধীনতাপন্থিরা সমবেত হয়। ছবি: রয়টার্স

কাতালোনিয়ার পার্লামেন্ট ভেঙে দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয়। এছাড়াও কাতালান নেতা কার্লেস পুইজডেমন্ট ও তার মন্ত্রিসভাকে বরখাস্ত করে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আঞ্চলিক ওই পার্লামেন্টে স্বাধীনতা ঘোষণার পর দেশের অখণ্ডতা ধরে রাখতে তিনি এ ব্যবস্থা গ্রহণ করেছেন বলে এএফপির খবরে জানানো হয়েছে।

মারিয়ানো রাহয় বলেন, কাতালোনিয়ায় স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য সেখানে প্রত্যক্ষ শাসন জারি করা ছাড়া অন্য কোনো পথ খোলা ছিল না। আগামী ২১ ডিসেম্বর কাতালোনিয়ায় নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।

গত ১ আগস্ট গণভোটের পর নতুন মাত্রা পায় স্পেনের সংকট। সেদিন সাংবিধানিক আদালতের নিষেধ অমান্য করে কাতালোনিয়ার স্বাধীনতার প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হয়। কাতালান সরকার বলে নির্বাচনে ৪৩ শতাংশ ভোট পড়েছে এবং এর মধ্যে ৯০ শতাংশই কাতালোনিয়ার স্বাধীনতাকে সমর্থন করে।

শুক্রবার কাতালোনিয়ার পার্লামেন্টে ৭০-১০ ভোটে স্বাধীনতা ঘোষণার প্রস্তাব পাশ হওয়ার দিনই ওই অঞ্চলে প্রত্যক্ষ শাসন জারি করতে প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয়ের সরকারকে ক্ষমতা দেয় স্পেনের সিনেট।

স্বাধীনতাপন্থিরা বলছেন, কাতালোনিয়ার পার্লামেন্টে স্বাধীনতার পক্ষে প্রস্তাব পাশ হওয়ার অর্থই হল তাদের ওপর স্পেনের আর কোনো এখতিয়ার নেই।  কিন্তু স্পেনের সাংবিধানিক আদালত এটি অবৈধ ঘোষণা করতে পারেন। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স স্পেনের অখণ্ডতার প্রতি সমর্থন জানিয়েছে।

Comments

The Daily Star  | English

US takes in $87b from tariffs in first half of 2025

More than $87 billion in tariff revenue collected by end of June, surpassing $79 billion total for all of 2024

1h ago