কক্সবাজারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন খালেদা
নির্যাতনের মুখে মিয়ানমার থেকে শরণার্থী হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দেখতে কক্সবাজার যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগামী সোমবার রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করার কথা রয়েছে তার।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু খালেদা জিয়ার সাথে রয়েছেন। আজ সকাল ১০টা ৪০ মিনিটে গুলশান-২ এর বসা থেকে খালেদা সড়কপথে যাত্রা শুরু করেন।
মির্জা ফখরুল গুলশানে আজ সকালে বলেন, লন্ডন থেকে ফিরেই রোহিঙ্গাদের দেখতে যাওয়ার সিদ্ধান্ত নেন খালেদা জিয়া। তিনি রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করবেন।
‘সফর যাতে নির্বিঘ্ন হয়, সে জন্য আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সহযোগিতা চেয়েছি। আইজিপি আমাদের আশ্বাস দিয়েছেন,’ যোগ করেন তিনি।
খালেদা আজ দুপুরে ফেনীতে যাত্রাবিরতি দিবেন। সেখানে তিনি দুপুরের খাবার খাবেন। চট্টগ্রামের সার্কিট হাউজে আজ রাত থাকার পর কাল কক্সবাজারের উদ্দেশে তিনি রওনা দিবেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী জানান, কক্সবাজার সার্কিট হাউজে রাতে থাকার পর সোমবার উখিয়ার বালুখালী, বোয়ালমারী ও জামতলী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে যাবেন। মঙ্গলবার তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
Comments