বিপিএল দিয়েই ফিরছেন মোসাদ্দেক
অভিষেকের পর থেকেই বাংলাদেশ দলে জায়গা পাকা করে ফেলেছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। তার মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছিল ভবিষ্যৎ ব্যাটিং ভরসা হওয়ার রসদ। অস্ট্রেলিয়া সিরিজের ঠিক আগে অনুশীলনে চোখের ইনফেকশনে পড়েন। তা এতই মারাত্মক হয়ে যায় যে, অস্ট্রেলিয়া সিরিজ তো বটেই যেতে পারেননি দক্ষিণ আফ্রিকা সফরেও। তবে আশার কথা সুস্থ হয়ে উঠছেন সৈকত, খেলবেন বিপিএলে। ধুম ধাড়াক্কা ক্রিকেটে মুন্সিয়ানা দেখিয়ে ফিরতে চান জাতীয় দলেও।
রোববার ঢাকা ডায়নামাইটসের হয়ে অনুশীলনে এসেছিলেন। রানিং, ফিল্ডিং অনুশীলন করেছেন। চোখে আর কোন অস্বস্তি নেই। তবে বেশ কয়েকদিন খেলার বাইরে থাকায় শুরু করতে হবে নতুন করেই। নিজেই তা টের পেয়েছেন বেশ, ‘আমি চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকেই মাঠের বাইরে, আমার মূল লক্ষ্য থাকবে আগে যে ছন্দে ছিলাম সে ছন্দটা ফিরে পেতে। আমি চেষ্টা করব গতবছর বিপিএলে যেভাবে শেষ করেছিলাম ওভাবেই শুরু করতে।’
ফিট না থাকায় খেলার বাইরে, ওদিকে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেতাই পারফরম্যান্স বাংলাদেশ দলের। দলের বাইরে থাকার সময়টা পোড়াচ্ছিল মিডল অর্ডার ব্যাটসম্যানকে, ‘এটা আসলে সব খেলোয়াড়ের জন্যই কষ্টের সময়। আমি টিভিতে বসে খেলা দেখছি এটা আমার কাছে কষ্টের ছিল। সবসময় ভাবছিলাম কত তাড়াতাড়ি আবার টিমে ব্যাক করব।’
বিপিএলের পরই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসবে শ্রীলঙ্কা। ওই সিরিজ দিয়েই জাতীয় দলে ফিরতে চান ময়মনসিংহের ছেলে, ‘বিপিএলের আগেই ফিট হয়েছি, সামনে শ্রীলঙ্কা সিরিজ আছে। আমি চাইব বিপিএলে পারফর্ম করে আবার দলে ফিরে আসতে।’
চিকিৎসকরা মাঠে নামার ছাড়পত্র দিয়েছেন। মাঠে নামতে তাড়াহুড়ো করে ঝুঁকি বাড়াতে চাননি, ‘ডাক্তারদের পুরোপুরি ক্লিয়ারেন্স পাওয়ার আগে আমি মাঠে নামতে চাইনি। তারা এখন খেলার পরামর্শ দিয়েছেন। তাই একদম ফিট হয়েই নামছি।’
গেল আসরেও ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলেছিলেন। পুরো টুর্নামেন্টেই দেখিয়েছেন ব্যাট বলের মুন্সিয়ানা। এবারও তারকাবহুল দলেই খেলবেন ২২ বছর বয়সী ব্যাটসম্যান, ‘আমরা আগেরবার চ্যাম্পিয়ন হয়েছি, এবারও শিরোপা ধরে রাখার মতই দল করা হয়েছে। তবে মাঠেই সব প্রমাণ করতে হবে।’
Comments