হুমায়ূন-পুত্র নুহাশ মুক্ত আড্ডায় করলেন বাবার স্মৃতিচারণ
প্রথিতযশা কথাসাহিত্যিক, চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের ছেলে বলেই নয়, নিজেকে একজন সফল চিত্রনির্মাতা হিসেবে প্রকাশ করার সব গুণ রয়েছে নুহাশের মধ্যে। স্টার লাইভের ‘আনসেন্সরড উইথ রাফি হোসেন’ অনুষ্ঠানের এই পর্বে হুমায়ূন-পুত্র তাঁর বাবার স্মৃতি স্মরণ করার পাশাপাশি কথা বলেন তাঁর ভবিষ্যৎ পরিকল্পনাসহ আরও অন্যান্য বিষয়েও।
Comments