নরসিংদীতে পৃথক দুর্ঘটনায় নিহত ৯

নরসিংদীর মাধবদী ও শিবপুর উপজেলায় আজ সকালে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নয় জন নিহত হয়েছেন।
নরসিংদীতে আজ সকালে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে যায় মাইক্রোবাসটি। ছবি: স্টার

নরসিংদীর মাধবদী ও শিবপুর উপজেলায় আজ সকালে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নয় জন নিহত হয়েছেন।

মধবদীতে ঢাকা সিলেট মহাসড়কে সকাল সাড়ে ৬টায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ছয় জন নিহত হন। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস মিয়া বলেন, দুর্ঘটনায় মাইক্রোবাসের চার জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। দুর্ঘটনার শিকার বাসটি নারায়ণগঞ্জ ও মাইক্রোবাসটি বিয়ানীবাজার যাচ্ছিল। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। পরে আরেকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।

শিবপুরে একটি হিউম্যান হলারকে বাসের ধাক্কায় তিন জন নিহত ও আরও তিন জন আহত হয়। আজ সকাল সাড়ে ৯টায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, স্কুল শিক্ষক আরমান (৫০), ইমাম মাসুম (৪৫) ও সোহাগ (২২)।

নরসিংদী জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, বাসের ধাক্কায় হিউম্যান হলারে (স্থানীয়ভাবে লেগুনা নামে পরিচিত) থাকা আমরান ঘটনাস্থলে নিহত ও আরও পাঁচ জন আহত হয়। আহতদের হাসপাতালে নেওয়ার পর মাসুম ও সোহাগ মারা যায়।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English
Sheikh Hasina's Sylhet rally on December 20

Hasina doubts if JP will stay in the race

Prime Minister Sheikh Hasina yesterday expressed doubt whether the main opposition Jatiya Party would keep its word and stay in the electoral race.

45m ago