নরসিংদীতে পৃথক দুর্ঘটনায় নিহত ৯
নরসিংদীর মাধবদী ও শিবপুর উপজেলায় আজ সকালে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নয় জন নিহত হয়েছেন।
মধবদীতে ঢাকা সিলেট মহাসড়কে সকাল সাড়ে ৬টায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ছয় জন নিহত হন। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস মিয়া বলেন, দুর্ঘটনায় মাইক্রোবাসের চার জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। দুর্ঘটনার শিকার বাসটি নারায়ণগঞ্জ ও মাইক্রোবাসটি বিয়ানীবাজার যাচ্ছিল। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। পরে আরেকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।
শিবপুরে একটি হিউম্যান হলারকে বাসের ধাক্কায় তিন জন নিহত ও আরও তিন জন আহত হয়। আজ সকাল সাড়ে ৯টায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, স্কুল শিক্ষক আরমান (৫০), ইমাম মাসুম (৪৫) ও সোহাগ (২২)।
নরসিংদী জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, বাসের ধাক্কায় হিউম্যান হলারে (স্থানীয়ভাবে লেগুনা নামে পরিচিত) থাকা আমরান ঘটনাস্থলে নিহত ও আরও পাঁচ জন আহত হয়। আহতদের হাসপাতালে নেওয়ার পর মাসুম ও সোহাগ মারা যায়।
Comments