শোয়েব মালিকের মটরবাইকে জায়গা নেই সানিয়ার!
পাকিস্তানকে টি-টোয়েন্টি সিরিজ জিতিয়ে এখন হিরো শোয়েব মালিক। লাহোরে শেষ ম্যাচে ঝড়ো ব্যাটিং করে হয়েছেন ম্যাচ সেরা। সিরিজ সেরার পুরস্কার উঠেছে তার হাতে। পেয়েছেন একটি মোটরসাইকেল। টুইটারে সে মোটরবাইক নিয়েই যতো খুনসুটি।
লাহোরে শ্রীলঙ্কাকে ৩৬ রানে হারিয়ে ৩-০ তে সিরিজ জিতেছে পাকিস্তান। সে ম্যাচটি মাঠে বসেই দেখেছেন শোয়েব মালিকের স্ত্রী ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা।
স্বামী ম্যান অব দ্য সিরিজ হয়ে মোটরবাইক পাওয়ার পর সে ছবি টুইটারে পোস্ট করে সানিয়ে লেখেন, ‘আমরা কি একটু চক্কর দিতে পারি।’
জবাবে রিটুইট করে মালিক লেখেন, ‘হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি তৈরি হও।’
তবে খানিকপর মোটরবাইকে শোয়েব মালিকের পেছনে শাদাব খানের ছবি পোস্ট করে সানিয়ে ফের লেখেন, ‘ও আমার মনে হয় সিটটি এরমধ্যে বুকড হয়ে গেছে।’
বেচারা শাদাব ‘কাবাব মে হাড্ডি’ হয়ে পরে লিখেছেন, ‘ওহহো...সরি ভাবি’
Comments