এটা আমাদের ক্রিকেট নয়: হাবিবুল

মূলত বিপিএলের দল খুলনা টাইটান্সের হয়েই মাঠে এসেছিলেন হাবিবুল বাশার সুমন। কিন্তু জাতীয় দলের নির্বাচক বলে কথা। তাকে ঘিরে সাংবাদিকদের সব প্রশ্নই দক্ষিণ আফ্রিকা সিরিজ কেন্দ্রিক। সব ম্যাচ হেরে দক্ষিণ আফ্রিকা সফর শেষ করা বেহাল বাংলাদেশ হাবিবুলের কাছেও অচেনা।
Habibul Bashar
ফাইল ছবি

সোমবার মূলত বিপিএলের দল খুলনা টাইটান্সের হয়েই মাঠে এসেছিলেন হাবিবুল বাশার সুমন। কিন্তু জাতীয় দলের নির্বাচক বলে কথা। তাকে ঘিরে সাংবাদিকদের সব প্রশ্নই দক্ষিণ আফ্রিকা সিরিজ কেন্দ্রিক। সব ম্যাচ হেরে দক্ষিণ আফ্রিকা সফর শেষ করা বেহাল বাংলাদেশ হাবিবুলের কাছেও অচেনা।

দক্ষিণ আফ্রিকায় টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ সবগুলোতেই হোয়াইটওয়াশড বাংলাদেশ। একটা ম্যাচেও করতে পারেনি লড়াই। দেশের মাঠে ও আইসিসি টুর্নামেন্টে মাত করা বাংলাদেশের দক্ষিণ আফ্রিকায় কেন এমন বেহাল দশা। ব্যাখ্যা নেই হাবিবুলের কাছেও, ‘এই প্রশ্নটা আমার নিজের কাছেও। আমি নিজেও খুঁজছি এতটা খারাপ কেন হলো।’

প্রশ্ন উঠছে দেশের বাইরে খেলার সামর্থ্য নিয়েও। মানতে চাইলেন না টাইগারদের সাবেক অধিনায়ক,  ‘আমি নিশ্চিত আপনারা সবাই মানবেন এটা বাংলাদেশের ক্রিকেট না। আমাদের কিন্তু এর চাইতে ভালো খেলার সামর্থ্য আছে। চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু আরও কঠিন টুর্নামেন্ট। কন্ডিশন কিন্তু সেখানেও অনেক কঠিন ছিল। ভিন্ন ভিন্ন কন্ডিশনে খেলতে হয়েছে, সেখানেও কিন্তু আমরা ভালো ক্রিকেট খেলেছি।' 

দল ভালো করলে সবই ঠিকঠাক। না করলে উঠে নানা গুঞ্জন। কোচের সঙ্গে খেলোয়াড়দের সম্পর্ক নিয়েও রব উঠেছে। টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের কন্ঠে পাওয়া গেছে অস্বস্তি। তবে কাউকে কাঠগড়ায় দাঁড় করতে চান না হাবিবুল,   ‘একটা জিনিস এখন আমাদের করা উচিত হবে না, খারাপ করলে একজন আরেকজনের দোষ খুঁজে বের করা। সেটা করলে আমাদের ভবিষ্যতের জন্য ভালো হবে না। যেটা করতে পারি, সামনে আমাদের শ্রীলঙ্কা সিরিজ ও বিপিএল আছে, এর মধ্যে কোথায় ভুল করেছি, সেটা খুঁজে বের করতে পারি। ডেফিনিটলি ম্যানেজমেন্ট বসবে, কিছু তো একটা কারণ আছেই।’

কারণ খুঁজে না পেলেও খালি চোখে যা দেখা যায় তা বিশ্ব আসরে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেওয়া অধিনায়কের চোখও এড়ায়নি,  ‘টপ অর্ডার ভালো করেনি, মিডল অর্ডারও ভালো করেনি এবং বোলাররা ভালো করতে পারেনি। তো আসলে কাউকেই বলা যাচ্ছে না ব্যাটিং বা বোলিংয়ের জন্য দল ভালো করেনি। আমরা কোন বিভাগেই ভালো করতে পারিনি। তো শেষ কথা এই যে এটা আমাদের ক্রিকেট নয়।‘ 

Comments

The Daily Star  | English
PSC question leaks

PSC question paper: Probe body finds no evidence of leaks

AN investigation committee by the Public Service Commission (PSC) to probe allegations of question paper leak has found no evidence of such incident

51m ago