বিপিএলের টিকেট নিতে সিলেটে রাত থেকেই দীর্ঘ লাইন
বিপিএলের টিকেট দেওয়ার কথা ৩১ অক্টোবর সকাল ১০টা থেকে। কিন্তু আগের রাত ১০টা থেকেই সিলেট জেলা স্টেডিয়ামের সামনের বুথে লম্বা সারি। ভিড় করেন কয়েকহাজার মানুষ। সবাই সারা রাত ওখানে জেগে ছিলেন টিকেটের জন্য। সকাল হতেই সেই লাইন পেরিয়ে যায় প্রায় ১ কিলোমিটার। এরমধ্যে টিকেটপ্রাপ্তির স্থান নিয়েও তৈরি হয়েছে বিভ্রান্তি।
গত শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ৩১ অক্টোবর থেকে তিন মাধ্যমে টিকেট বিক্রি হবে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি), স্টেডিয়াম বুথ ও অনলাইনে। কিন্তু টিকেট বিক্রির আগের রাতে ইউসিবি ব্যংকের সিলেটে সব শাখার সামনে ‘বিপিএলের টিকেট প্রদান করা হয় না’ বলে নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে। টিকেট পাওয়া যাচ্ছে কেবল নগরীর রিকাভীবাজারের জেলা স্টেডিয়াম বুথের সামনে।
এ ব্যাপারে ইউসিবি ব্যাংকের সিলেট আঞ্চলিক প্রধান আমিনুল হক চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমরা শুনেছিলাম ইউসিবিতে টিকেট দেওয়া হবে। কিন্তু সম্ভবত আমাদের হেড অফিসের সঙ্গে শেষ মুহূর্তে বিসিবির বনিবনা না হওয়ায় আমাদের ব্যাংকে টিকেট দেওয়া হচ্ছে না।’
বিপিএলে সিলেট ভেন্যুর মিডিয়া ও কমিউনিকেশনের দায়িত্বে থাকা ফরহাদ কোরেশি বলেন, ‘বিসিবি টিকেটের দায়িত্ব দিয়েছে তৃতীয় একটি পক্ষকে। তাদের সঙ্গে হয়ত ইউসিবির চুক্তি বাতিল হয়েছে।’
তিনি বলেন, জেলা স্টেডিয়ামে ৩ তারিখ পর্যন্ত সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টায় টিকেট দেওয়া হবে।
একটি সূত্রে জানা যায়, সিলেট ভেন্যুর খেলার জন্য ইউসিবি ব্যাংকের মাধ্যমে মাত্র ৫০০ টিকেট বিক্রির প্রস্তাব করা হয়েছিল। তবে ইউসিবি ব্যাংক বিপুল সংখ্যক মানুষের চাপের মধ্যে অল্প টিকেট বিক্রি করতে রাজী হয়নি।
Comments