কুষ্টিয়ায় পরিবহন ধর্মঘটে খুলনার সাথে সড়ক যোগাযোগ বন্ধ

​কুষ্টিয়ায় মদক পরিবহনের অভিযোগে আটক এক বাস কনডাক্টরকে আটক করার প্রতিবাদে পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। আজ মঙ্গলবার অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘটের কারণে উত্তরের জেলাগুলোর সাথে খুলনার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
কুষ্টিয়ায় পরিবহন ধর্মঘটে খুলনার সাথে সড়ক যোগাযোগ বন্ধ
কুষ্টিয়ায় পরিবহন ধর্মঘটে খুলনার সাথে উত্তরাঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ছবি: স্টার

কুষ্টিয়ায় মদক পরিবহনের অভিযোগে আটক এক বাস কনডাক্টরকে আটক করার প্রতিবাদে পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। আজ মঙ্গলবার অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘটের কারণে উত্তরের জেলাগুলোর সাথে খুলনার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

গত বৃহস্পতিবার কুষ্টিয়ার বারো-মাইল এলাকায় আলহাজ পরিবহন নামের একটি বাসে তল্লাশি চালিয়ে এক কেজি হেরোইন জব্দ করে র‍্যাব। রাজশাহী থেকে কুষ্টিয়াগামী ওই বাসের কনডাক্টর রুবেল হোসেনকে এসময় আটক করা হয়। রাতে পুলিশের কাছে তাকে হস্তান্তর করে কুষ্টিয়া মডেল থানায় মাদক চোরাচালানের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়। শুক্রবার তাকে জেল হাজতে পাঠায় কুষ্টিয়ার আদালত।

এর প্রতিবাদে সোমবার কুষ্টিয়ার পরিবহন মালিক ও শ্রমিক সমিতি বৈঠক করে ধর্মঘটের ডাক দেয়। এর মধ্যে পরিবহন মালিক সমিতির সভাপতি আজগর আলী কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

মাদক চোরাচালানের সাথে বাস কনডাক্টরের যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করেছেন পরিবহন শ্রমিক সমিতির সভাপতি মাহবুব আলম। তিনি বলেন, আসল মাদক চোরাচালানকারীকে আটক করতে না পেরে কনডাক্টরকে আটক করেছে র‍্যাব।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর কুষ্টিয়ায় পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছিল সংগঠন দুটি। সেবারও একটি বাসে তল্লাশি চালিয়ে মাদক জব্দ করে এর কনডাক্টরকে আটক করেছিল র‍্যাব।

র‍্যাব ১২ এর কোম্পানি কমান্ডার মেজর রবিউল ইসলাম বলেন, কিছু দিন থেকেই মাদক পরিবহনের নিরাপদ মাধ্যম হিসেবে আন্তঃজেলা বাসগুলোকে ব্যবহার করা হচ্ছে। এর বিরুদ্ধে আমাদের অভিযান চলবে।

Comments

The Daily Star  | English

Yunus’ economic gambit paying off

Two months ago, as Professor Muhammad Yunus waded into Bangladesh’s unprecedented political turmoil, he inherited economic chaos by default.

6h ago