ভিডিওর ব্যাখ্যা চেয়ে পাকিস্তানের হাইকমিশনারকে তলব
ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনের ফেসবুক পেজ থেকে শেয়ার করা একটি ভিডিওর ব্যাখ্যা চেয়ে সেদেশের রাষ্ট্রদূতকে তলব করেছে সরকার। অভিযোগ রয়েছে, ভিডিওটিতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক উল্লেখ করা হয়েছে।
পাকিস্তানি হাইকমিশনারকে আজ বিকেল ৩টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হতে বলা হয়েছে। মন্ত্রণালয় সূত্রগুলো দ্য ডেইলি স্টারকে এই তথ্য জানিয়েছে।
আলোচনায় আসা ভিডিওটি পাকিস্তান এফেয়ার্স নামের একটি ফেসবুক পেজ থেকে প্রকাশ করা হয়। পরে হাইকমিশনের পেজ থেকে সেটি শেয়ার করা হয়। বাংলাদেশের গণমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশ হওয়ার পর হাইকমিশনারকে তলব করা হল।
ভিডিওটিতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নয় বরং জেনারেল জিয়াউর রহমানই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক।
Comments