রংপুর সিটি করপোরেশন নির্বাচন ২১ ডিসেম্বর

আগামী ২১ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের তফসিলের বিস্তারিত প্রকাশ করা হবে ৫ নভেম্বর। নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালউদ্দিন আহমেদ আজ এই তথ্য জানিয়েছেন।
রংপুর সিটি করপোরেশন নির্বাচন ২১ ডিসেম্বর-2017

আগামী ২১ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের তফসিলের বিস্তারিত প্রকাশ করা হবে ৫ নভেম্বর। নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালউদ্দিন আহমেদ আজ এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এই নির্বাচনে পরীক্ষামূলকভাবে একটি ভোটকেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে। এছাড়াও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলো সিসিটিভির পর্যবেক্ষণের আওতায় থাকবে।

প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ এই নির্বাচন পরিচালনা করবে। আগামী জাতীয় নির্বাচনও এই কমিশনের অধীনেই হবে। এর আগে গত মার্চে কুমিল্লা সিটি নির্বাচন করে বর্তমান কমিশন।

আগামী ১৪ ফেব্রুয়ারি বর্তমান মেয়রের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হবে। আগামী বছরের শুরুতে এসএসসি ও এইচএসসি পরীক্ষার আগেই নির্বাচন করতে চায় কমিশন।

সিটি করপোরেশন ঘোষণার পর ২০১২ সালের ২০ ডিসেম্বর রংপুরে প্রথমবারের মত সিটি নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীকে পরাজিত করে আওয়ামী লীগের প্রার্থী শরফুদ্দিন আহমেদ ঝন্টু মেয়র হন।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English
RMG export to EU rises

Garment export to US falls 9.16% in Jan-Aug

Data released from the Office of Textiles and Apparel (OTEXA) showed the fall

2h ago