দেশে ফিরেই বিয়ের পিঁড়িতে তাসকিন
বাংলাদেশ দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা শেষে মঙ্গলবার সকালেই দেশে ফিরেন তাসকিন আহমেদ। দুদিন পরই সিলেটে বসছে বিপিএল। এই প্রচণ্ড ব্যস্ততার মাঝেও মঙ্গলবার সন্ধ্যায় বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিয়েছেন তিনি।
দীর্ঘদিন থেকেই সৈয়দা রাবেয়া নাঈমার সঙ্গে মন দেওয়া নেওয়া চলছিল টাইগার পেসারের। দুজনেই পড়তেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি)তে । বছরখানেক আগে দুই পরিবারের সম্মতিতে আংটি বদলও হয় তাদের। এবার সীমিত সময়ের মধ্যে তাড়াহুড়ো করে বিয়েও সম্পন্ন করা হয়েছে। বিয়ের খবর নিশ্চিত করে তাসকিনের বাবা আব্দুর রশিদ জানান, ‘হঠাৎ করেই বিয়ের আয়োজন করেছি, পরে বড় অনুষ্ঠান হবে।’
২২ বছর বয়সী তাসকিন আহমেদ ২০১৪ সালের অভিষেকের পর দেশের হয়ে খেলেছেন ৫ টেস্ট, ৩২ ওয়ানডে ও ১৭টি টি-টোয়েন্টি। ভারতের বিপক্ষে অভিষেকে ৫ উইকেট নিয়ে বাজিমাত করেছিলেন। ২০১৫ বিশ্বকাপে আলো ছড়িয়ে পান তারকাখ্যাতি। মাঠের পারফরম্যান্সের সঙ্গে সুদর্শন চেহারার কারণে তার মেয়ে ভক্তদের সংখ্যা প্রচুর।
Comments