এ সপ্তাহের বক্স অফিসের খবর

যুক্তরাষ্ট্র ও কানাডায় হ্যালোইন উৎসবের ঢেউ এসে লেগেছে হলিউডের বক্স অফিসে। তাই চলতি সপ্তাহে দেখা যাচ্ছে উত্তর আমেরিকার সিনেমা হলগুলোতে ভৌতিক ছবির জয়জয়কার।
Jigsaw
হরর মুভি ‘জিগসো’-এর একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও কানাডায় হ্যালোইন উৎসবের ঢেউ এসে লেগেছে হলিউডের বক্স অফিসে। তাই চলতি সপ্তাহে দেখা যাচ্ছে উত্তর আমেরিকার সিনেমা হলগুলোতে ভৌতিক ছবির জয়জয়কার।

এ সপ্তাহে বক্স অফিসে দাপট দেখাচ্ছে দ্য স্পেইরিগ ব্রাদার্স পরিচালিত হরর মুভি ‘জিগসো’। রটেন টম্যাটোর জরিপে ছবিটি ১০ এর মধ্যে ৪.৮ পেলেও আইএমডিবি’র জরিপে ছবিটি ১০ এ পেয়েছে ৬.৩।

দ্বিতীয় তালিকায় রয়েছে অভিনেতা-পরিচালক টেইলর পেরি’র কমেডি হরর ছবি ‘বু টু! অ্যা ম্যাডিয়া হ্যালোইন’। রটেন টম্যাটোর দৃষ্টিতে ছবিটি ১০ এর মধ্যে পেয়েছে ২.৮ এবং আইএমডিবি’র দৃষ্টিতে ১০ এ ৩.১।

পরিচালক ডিন দেভলিনের বৈজ্ঞানিক কল্পকাহিনী-ভিত্তিক ‘জিওস্টর্ম’ চলচ্চিত্রটি রয়েছে তৃতীয় অবস্থানে। রটেন টম্যাটোর জরিপে ছবিটি ১০ এর মধ্যে পেয়েছে ৩.৬ এবং আইএমডিবি’র জরিপে পেয়েছে ১০ এ ৫.৮।

বক্স অফিসে চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে হরর মুভি ‘হ্যাপি ডেথ ডে’ এবং নতুন ধারার বৈজ্ঞানিক কল্পকাহিনী-ভিত্তিক ছবি ‘ব্লেড রানার ২০৪৯’।

ক্রমানুসারে সেরা দশের বাকি পাঁচটি চলচ্চিত্র হলো: ‘থ্যাঙ্ক ইউ ফর ইওর সার্ভিস’, ‘অনলি দ্য ব্রেভ’, ‘দ্য ফরেনার’, ‘সার্বাবআইনক’ এবং ‘ইট’।

 

তথ্যসূত্র: হলিউড রিপোর্টার

Comments

The Daily Star  | English

Over 5,500 held in one week

At least 738 more people were arrested in the capital and several other districts in 36 hours till 6:00pm yesterday in connection with the recent violence across the country.

14h ago