রাখাইন সফরে সু চি
মিয়ানমারের গোলোযোগপূর্ণ রাখাইন রাজ্য পরিদর্শনে গেছেন অং সাং সু চি। রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর সংখ্যালঘু সম্প্রদায়টির ওপর জাতিগত নিধনযজ্ঞ চালানোর পর প্রথমবার সেখানে গেলেন তিনি।
তবে সু চি’র সফরের বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হয়নি। রয়টার্সের একজন সাংবাদিক বৃহস্পতিবার সকাল ৯টায় রাখাইনের রাজধানী সিত্তেতে সু চি’কে একটি সামরিক হেলিকপ্টারে উঠতে দেখেন। এর পর সু চি’র মুখপাত্রের সাথে যোগাযোগ করা হলে বার্তা সংস্থাটিকে তিনি বলেন, বাংলাদেশের সীমান্তবর্তী জেলা সফরে যাচ্ছেন তিনি।
মুখপাত্র জ হাতয় বলেন, “তিনি মংডু যাবেন। আমার পক্ষে এ ব্যাপারে বিস্তারিত জানানো সম্ভব নয়।”
গত ২৫ আগস্ট রাখাইনে নিরাপত্তা বাহিনীর ওপর আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির হামলার পর নির্বিচারে রোহিঙ্গা নিধন ও তাদের গ্রামগুলোতে আগুন দেওয়া শুরু করে মিয়ানমার। প্রাণে বাঁচতে তখন থেকে সংখ্যালঘু সম্প্রদায়টির ছয় লাখের বেশি মানুষ সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
নিপীড়ন নিয়ে দীর্ঘ দিন নীরব থাকার পর শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার কথা বলেন দেশটির নেতা অং সাং সু চি। রোহিঙ্গাদের দেশত্যাগের কারণ সম্পর্কে অবগত নন, এমন কথাও বলেছিলেন তিনি। এখন তাদের অভিযোগ, মিয়ানমার শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার কাজ শুরু করতে প্রস্তুত কিন্ত রোহিঙ্গাদের দেখিয়ে বাংলাদেশ বিদেশি অনুদান আদায় করছে ও প্রত্যাবাসন প্রক্রিয়ায় ইচ্ছাকৃত বিলম্ব ঘটাচ্ছে।
রোহিঙ্গাদের তাদের নিজ বাসভূমে ফেরাতে বাংলাদেশ সরকার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এ লক্ষ্যে গত সপ্তাহে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান মিয়ানমারের রাজধানী নেপিডো সফর করেন। তবে অচলাবস্থা কাটাতে দৃশ্যত এখনো কোনো অগ্রগতি অর্জিত হয়নি।
Comments