মুশফিক নয়, রাজশাহীর অধিনায়ক স্যামি

দলে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম থাকলেও ড্যারেন স্যামিকেই অধিনায়ক হিসেবে রাখল রাজশাহী কিংস। মুশফিক থাকছেন সহ-অধিনায়ক হিসেবে।
মুশফিকুর রহিম ও ড্যারেন স্যামি
ছবি: ফিরোজ আহমেদ

দলে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম থাকলেও ড্যারেন স্যামিকেই অধিনায়ক হিসেবে রাখল রাজশাহী কিংস। মুশফিক থাকছেন সহ-অধিনায়ক হিসেবে। 

শুক্রবার ম্যাচের আগের দিন দলের নতুন জার্সি উন্মোচন ও অধিনায়কের নাম ঘোষণা করে ফ্রেঞ্চাইজিটি। গেল আসরেও রাজশাহীর অধিনায়কত্ব করেছেন ড্যারেন স্যামি। টুর্নামেন্টের শুরু থেকেই নজরকাড়া অধিনায়কত্বে রাজশাহীকে ফাইনালে নিয়ে যান স্যামি। এবার পেলেন তারই প্রতিদান। 

অধিনায়কত্ব পেয়ে স্বভাবসুলভ আমুদে স্যামি দলীয় পারফরম্যান্সেই জোর দিয়েছেন, ‘আসলে এটা টিম গেম, আমি নিশ্চিত মুশি, আমি আমরা সবাই মিলেই সিদ্ধান্ত নেব।’

অধিনায়কত্ব না পাওয়ার খেদ অন্তত কন্ঠে রাখলেন মুশফিক, 'অধিনায়ক থাকি আর না থাকি, চেষ্টা করব পেছন থেকে যতটুকু পারি অবদান রাখার। আমি সব সময় চেষ্টা করি যে কাজটি আমাকে দেওয়া হয়, সেটি ভালোভাবে করার। এবার চেষ্টা করব একজন ব্যাটসম্যান, কিপার আর ভাইস ক্যাপ্টেন হিসেবে যতটুকু অবদান রাখার। আমি চ্যালেঞ্জটা নিতে এখন মুখিয়ে আছি।' 



শনিবার টুর্নামেন্টের প্রথম দিন রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী কিংস।



রাজশাহী কিংস

ড্যারেন স্যামি (অধিনায়ক), মুশফিকুর রহিম, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, ফরহাদ রেজা, মোস্তাফিজুর রহমান, জাকির হাসান, নিহাদুজ্জামান, রনি তালুকদার, হোসেন আলী, নাঈম ইসলাম জুনিয়র, কাজী অনীক, লুক রাইট, কেসরিক উইলিয়ামস, লেন্ডল সিমন্স, ম্যালকম ওয়ালার, সামিত প্যাটেল, মোহাম্মদ সামি, জেমস ফ্র্যাঙ্কলিন, উসমান মির, রাজা আলী দার। 

Comments

The Daily Star  | English

8 killed as private car falls into roadside canal in Pirojpur

At least eight people, including four members of a family, died after a private car plunged into a roadside canal in Pirojpur early today

3h ago