মিলারের সেই তান্ডব ভুলে গেছেন সাইফুদ্দিন!

মাত্রই গেল সপ্তাহের ঘটনা। মোহাম্মদ সাইফুদ্দিনের এক ওভারে টানা পাঁচটি ছক্কা পেটালেন প্রোটিয়া ব্যাটসম্যান ডেভিড মিলার। সেই তান্ডব নাকি বেমালুম ভুলে গেছেন এই পেসার। অবশ্য তেতো ব্যাপার মানুষ ভুলতেই চায়। তা এতই তেতো যে গোল্ড ফিশের মেমরি লাগিয়ে চেপে যাচ্ছেন সাইফুদ্দিন।
এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলছেন মোহাম্মদ সাইফুদ্দিন। ছবি: ফিরোজ আহমেদ

মাত্রই গেল সপ্তাহের ঘটনা। মোহাম্মদ সাইফুদ্দিনের এক ওভারে টানা পাঁচটি ছক্কা পেটালেন প্রোটিয়া ব্যাটসম্যান ডেভিড মিলার। সেই তান্ডব নাকি বেমালুম ভুলে গেছেন এই পেসার। অবশ্য তেতো ব্যাপার মানুষ ভুলতেই চায়। তা এতই তেতো যে গোল্ড ফিশের মেমরি লাগিয়ে চেপে যাচ্ছেন সাইফুদ্দিন।

দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রম থেকে সিলেট। জাতীয় দলের খেলা থেকে বিপিএল। সাইফুদ্দিন ভুলতে চাইলেও মনে করিয়ে দেওয়া লোকের অভাব নেই। সিলেটে এসেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সি গায়ে। মুছে যাক গ্লানি, গুচে যাক জরার মতই জপলেন, 'আমি নিজেই আসলে ওটা ভুলে গেছি। আমি ভালো খেলি বা খারাপ খেলি, ভুলে যাই। ভবিষ্যতে কী করব, সেটা নিয়ে চিন্তা করি। সামনে ভালো করাটাই আমার লক্ষ্য।’

ইংল্যান্ডের স্টুয়ার্ড ব্রড টি-টোয়েন্টি বিশ্বকাপে যুবরাজ সিংয়ের হাতে ছয় ছক্কা খেয়েছিলেন। তবু ক্যারিয়ার করেছেন সমৃদ্ধ। সাইফুদ্দিনও টোটকা খুঁজছেন ওসবে, ‘এটা খেলারই অংশ। এ নিয়ে চিন্তার কিছু নেই। যেটা চলে গেছে সেটা নিয়ে ভেবে তো লাভ নেই। ভবিষ্যতে কীভাবে ভালো করব, কীভাবে উন্নতি করব, সেই লক্ষ্য থাকবে।’

দক্ষিণ আফ্রিকায় প্রথম টি-টোয়েন্টিতে অবশ্য খারাপ করেননি। শেষ ওভারে মাপা বোলিং করে চিনিয়েছিলেন ধার। ব্যাট হাতেও নেমেছিলেন শান দিয়ে। রীতিমতো পেস অলরাউন্ডারের অভাব পূরণের ছাপ। সব গড়বড় করে দিয়েছেন এক মিলারই। তবে এরমধ্যেই সামনের পরিকল্পনা ঠিক করে রাখছেন, ‘যেহেতু মাত্রই জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলে এসেছি, চেষ্টা থাকবে সেরা পাঁচ বোলারের মধ্যে থাকার, দলকে ভালো কিছু দেওয়ার। যদিও গত বছর আমরা দলকে সেভাবে কিছু দিতে পারিনি। যেহেতু এবার তারা আমাকে ধরে রেখেছে, আস্থা রেখেছে আমার ওপর। চেষ্টা করব দলের জন্য অবদান রাখতে।’

Comments