জেন্ডার সমতায় দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ
জেন্ডার সমতায় দক্ষিণ এশিয়ায় টানা তৃতীয়বারের মত শীর্ষ স্থানে রয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম প্রকাশিত জেন্ডার গ্যাপ রিপোর্ট-২০১৭তে বাংলাদেশের এই সাফল্য উঠে এসেছে।
জেন্ডার সমতা নিয়ে সর্বশেষ রিপোর্টে ১৪৪টি দেশের অবস্থান তুলে ধরেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। এতে এক বছরে ২৫ ধাপ অগ্রগতি হয়ে ৪৭ তম হয়েছে বাংলাদেশ।
গত বছরও একই সংখ্যক দেশের মধ্যে ৭২তম ও ২০১৫ সালে ১৪৫টি দেশের মধ্যে ৬৪তম অবস্থানে ছিল বাংলাদেশ।
জেন্ডার সমতায় শীর্ষে রয়েছে পশ্চিম ইউরোপের দেশ আইসল্যান্ড। তালিকায় এর পরই রয়েছে নরওয়ে, ফিনল্যান্ড, রুয়ান্ডা ও সুইডেন। আর তালিকায় সবার নিচের অবস্থান ইয়েমেনের।
দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের পরই রয়েছে মালদ্বীপ। র্যাংকিংয়ে ১০৬ নম্বর অস্থানে রয়েছে দ্বীপরাষ্ট্রটি। আর পকিস্তানের ঠাই হয়েছে তলানিতে।
জেনেভাভিত্তিক সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী অর্থনৈতিক সুযোগ ও অংশগ্রহণের সব ক্ষেত্রেই বাংলাদেশ অগ্রগতি অর্জন করেছে যা নিম্ন মধ্যম আয়ের দেশগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে নিয়ে গেছে। আর রাজনৈতিক ক্ষমতায়নের সূচকে বাংলাদেশের অবস্থান সপ্তম।
প্রতিবেদনে আরও বলা হয়, ২০০৮ সাল থেকে জেন্ডার সমতায় ক্রমাগত উন্নতি করেছে বাংলাদেশ। সেবছর ১১৫টি দেশের মধ্যে বাংলাদেশ ছিল ৯১তম।
Comments