বোলারদেরই বাহবা দিলেন থারাঙ্গা
বোলাররা টার্গেট এনে দিয়েছিলেন নাগালের মধ্যে। সিলেট সিক্সার্সের ব্যাটিংও হয়েছে চোখ জুড়ানো। ১৩৬ রান পেরুতে তাই খরচ করতে হয় মাত্র ১ উইকেট। হাতে বাকি ছিল তিন ওভারের বেশি। তবু ম্যাচশেষে বোলারদেরই আসল কৃতিত্ব দিলেন ম্যাচসেরা উপুল থারাঙ্গা।
টুর্নামেন্টের প্রথম ম্যাচেই বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসকে ৯ উইকেটে হারায় স্বাগতিক সিলেট সিক্সার্স। দলকে জিতিয়ে ৪৮ বলে ৬৯ রান করে মাঠ ছাড়েন শ্রীলঙ্কান বাঁহাতি। পাঁচ চারের সঙ্গে মারেন দুই ছক্কা।
‘আমাদের বোলাররা খুবই ভালো বল করেছে। তারা ডট বল করে ওদের (ঢাকার) চাপ বাড়িয়েছে। ফলে দ্রুত উইকেট পড়েছে। টার্গেটটা তাই নাগালের মধ্যেই ছিল। আমার সঙ্গে ফ্লেচারও দারুণ শুরু করেছে। তাতে জেতাটা সহজ হয়ে যায়।’
ঢাকার ব্যাটিং লাইনআপে বড় বড় সব নাম। তবে আগে ব্যাট করে ১৩৬ রানেই বেশি করতে পারল না তারা। সাকিবদের ব্যাটিং দেখে মনে হল উইকেট বুঝি ব্যাটিংয়ের খুবই শক্ত। থারাঙ্গা আর ফ্লেচার নামতেই ভিন্ন চিত্র। একেরপর এক বল সীমানা ছাড়া করতে কোন বেগ পেতে হয়নি তাদের। সিলেটের বোলাররা যেখানে বল করেছেন মাথা খাটিয়ে। অন্যদিকে আলগা বল দিয়ে বেদম মার খেয়েছেন ঢাকা ডায়নামাইটসের বোলাররা।
নতুন দল, নতুন ভেন্যু। অধিনায়ক হিসেবে নাসির হোসেনেরও নতুন শুরু। নিজ ভেন্যু প্রথম ম্যাচেই জিতল সিলেট সিক্সার্স। দর্শকের সমর্থনের কথাও বললেন থারাঙ্গা, ‘আমাদের হোম গ্রাউন্ডে খেলা, মাঠভর্তি দর্শক ছিল। এটা অনুপ্রেরণার।’
Comments