১২ ডিসেম্বর রংপুর সিটি নির্বাচন
আগামী ১২ ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী নির্বাচনের জন্যে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২২ নভেম্বর।
প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা রাজধানীর নির্বাচন ভবনে আজ (৫ নভেম্বর) সাংবাদিকদের জানান, রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকারকে নির্বাচনের রিটার্নিং অফিসার করা হয়েছে।
তিনি আরও জানান, মনোনয়নপত্র বাছাই করা হবে আগামী ২৫ ও ২৬ নভেম্বর এবং তা প্রত্যাহারের শেষ সময় ৩ ডিসেম্বর। এছাড়াও, নির্বাচনের প্রতীক বরাদ্দ করা হবে ৪ ডিসেম্বর।
উল্লেখ্য, রংপুর সিটি কর্পোরেশনে মোট ৩ লাখ ৮৮ হাজার ৪২১ জন ভোটারের মধ্যে ১ লাখ ৯৬ হাজার ৬৫৯ জন পুরুষ এবং ১ লাখ ৯১ হাজার ৭৬২ জন নারী।
Comments