অপেক্ষায় পরীমণি
পরীমণি অভিনীত ‘অন্তর জ্বালা’ সেন্সর বোর্ড পেরিয়ে এখন মুক্তির অপেক্ষায় দিন গুনছে। সবকিছু ঠিক থাকলে মালেক আফসারী পরিচালিত এ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ১৫ ডিসেম্বর।
ছবিটি মুক্তির আগেই রেকর্ড সংখ্যক হল বুকিং নেওয়ার জন্যে আলোচনা চলছে। তবে শেষ পর্যন্ত কতগুলো হল বুকিং পায় সেটি দেখার বিষয়। এখন পর্যন্ত ১৭৫টি হলে মুক্তি পাওয়ার কথা শোনা যাচ্ছে।
‘অন্তর জ্বালা’ ছবির হলের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন পরিচালক। ছবিটি সম্পর্কে দ্য ডেইলি স্টার অনলাইনকে তিনি বলেন, “চেষ্টা করেছি নিজের মতো করে একটি পরিপূর্ণ ছবি বানাতে।”
পরীমণি দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “অনেক আনন্দ হচ্ছে। মনের মতো একটি ছবি মুক্তি পেতে যাচ্ছে। অনেক কষ্ট করেছি এর চরিত্রটির জন্য। এখন এর মুক্তির অপেক্ষা করছি।”
Comments