বিয়ের সপ্তাহ না পেরুতেই মাঠে!

দক্ষিণ আফ্রিকা সফর শেষ করে ৩১ অক্টোবর দেশে ফিরেছিলেন তাসকিন আহমেদ। ওই সন্ধ্যাতেই সেরে ফেলেন বিয়ে। অনেকটা বিমানবন্দর থেকে বাসরঘরে যাওয়ার মতো ব্যাপার। বিয়ের পরই আবার ছুট, নববধূকে ফেলে সিলেটে চলে আসতে হলো বিপিএল খেলতে। আগের মঙ্গলবারে ছিলেন বরসাজে, পরের মঙ্গলবারে ছুটতে হবে বল হাতে।
এবারও বিপিএলে তাসকিন খেলছেন চট্টগ্রাম ভাইকিংসের হয়ে। ৭ নভেম্বর প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে খেলবে তারা। খেলা উপলক্ষে তাই ৫ তারিখেই সিলেট চলে আসে চট্টগ্রাম দল। বিপিএলের বাকি সব দল মাঠে নামলেও মাঠে নামার অপেক্ষায় তাসকিনরা।
এরপর জাতীয় দল ও ক্লাব ক্রিকেটের সতীর্থরা একে একে ছুটে এসে শুভেচ্ছা জানালেন তাকে। চলল খুনসুটি। হাতে এখনো বিয়ের মেহেদি। হেসে হেসে একে ওকে মেহেদি রাঙানো হাত দেখাচ্ছিলেন তাসকিন।
বড় অনুষ্ঠান দূরে থাক। স্ত্রীকে নিয়ে সহসা হানিমুনে যাওয়াই খুব শক্ত। তাসকিনের সামনে যে খেলা আর খেলা।
Comments