‘৩০-৪০ করে আউটের ফর্ম রাখতে চাই না’
দক্ষিণ আফ্রিকা সফরে টি-টোয়েন্টি ছন্দ ফিরে পেয়েছিলেন সৌম্য সরকার। দুই ম্যাচেই দারুণ ব্যাট করে কাটা পড়েন ফিফটির খানিক আগে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অনেকবারই ৪০ পেরুনো হয়েছে তার, তবে তবু করতে পারেননি ফিফটি। তাই এই ৪০ এর ফাঁড়া কাটাতেই যতো মনোযোগ চিটাগাং ভাইকিংসের আইকন ক্রিকেটারের।
এবারের বিপিএলে সব দলই মাঠে নেমেছে। বাকি আছে কেবল চিটাগাং ভাইকিংস। মঙ্গলবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে নামার আগে সোমবার অনুশীলন করেছে তারা।
অনুশীলন এসে দলের হয়ে কথা বলতে এসেছিলেন সৌম্য। বেশিরভাগ কথাই হলো তার নিজের ব্যাটিং নিয়ে। জানালেন, ‘ওই ফর্মটা ধরে রাখতে চাই না! ৩০-৪০ করে আউট না হয়ে আরও বেশি রান করতে চাই। ওখানে খেলার ধরনটা আলাদা ছিল। এখানে পরিস্থিতি অন্য রকম থাকতে পারে। চেষ্টা করব পরিস্থিতি অনুযায়ী খেলতে।’
দক্ষিণ আফ্রিকায় গিয়েই চোটে পড়েন সৌম্য। খেলেননি প্রথম টেস্ট। পরেরটিতে নেমে হয়েছেন ব্যর্থ। চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতার জেরে জায়গা মেলেনি প্রথম দুই ওয়ানডেতে, শেষটিতে মাঠে নেমে করতে পারেননি কিছুই। মনে হচ্ছিলো খালি হাতেই ফিরবেন বাড়ি। তবে দুই টি-টোয়েন্টি ম্যাচেই হেসেছে তার ব্যাট। তবু সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকা সফরটা দুঃস্বপ্নের মতো। দুঃস্বপ্ন মানুষ ভুলতেই চায়, সৌম্য মনে রাখতে চান, ‘ওখান থেকে কিছু শিখেই সফরটা ভোলা উচিত। না শিখে যদি ভুলি, সেটা খুব খারাপ হবে!’
কন্ডিশনের কথা ভালোই জানার কথা তার। হিসেবটা সেভাবেই মিলিয়ে সারছেন প্রস্তুতি, ‘দেড় মাস দেশের বাইরে ছিলাম। এখন আবার দেশে খেলা। এ উইকেটে নতুন করে শুরু করতে হবে। এখানে আবার সন্ধ্যার পর শিশির পড়ে। দুপুরের দিকে স্পিন ধরে। সবকিছু বুঝে প্রস্তুতি নিচ্ছি।’
Comments