দুই মিনিটেই মুগ্ধতা ছড়ালো ‘হালদা’
আগামী ১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে তৌকির আহমেদ পরিচালিত ‘হালদা’ ছবিটি। এর আগে ছবিটির ট্রেইলার এবং ‘নোনাজল’ গানটি অনেকের নজর কেড়েছে।
‘হালদা’-র দুই মিনিটের অফিসিয়াল ট্রেইলারটি ইউটিউবে গত ৫ নভেম্বর প্রকাশিত হওয়ার পর এখন পর্যন্ত তা পেয়েছে এক লাখ ৬২ হাজারের বেশি ভিউয়ার।
এদিকে, গতকাল (৬ নভেম্বর) ছবিটি বিনা কর্তনে সেন্সর সার্টিফিকেট পেয়েছে।
ছবিটির গল্প লিখেছেন আজাদ বুলবুল। এর চিত্রনাট্য এবং পরিচালনায় রয়েছেন তৌকীর আহমেদ। চট্টগ্রামের ঐতিহাসিক হালদা নদী ও সেখানকার প্রান্তিক মানুষের জীবন-বৈচিত্র্যই ‘হালদা’ ছবির বিষয়বস্তু।
পরিচালক তৌকীর আহমেদ দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আমার ইচ্ছে, ছবিটি বাণিজ্যিকভাবেও সফল হোক। ছবিটির পরিবেশনার জন্য অভি কথাচিত্রের সঙ্গে যুক্ত হয়েছি। আশা করছি, আগামী ১ ডিসেম্বর ৩০ থেকে ৪০টি প্রেক্ষাগৃহে ‘হালদা’ মুক্তি পাবে।”
ছবিটিতে জাহিদ হাসানকে দেখা যাবে খলচরিত্রে। মোশাররফ করিম থাকছেন জেলের ভূমিকায়। তাঁদের সঙ্গে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। ‘হালদা’-য় আরো অভিনয় করেছেন দিলারা জামান, ফজলুর রহমান বাবু, শাহেদ আলী, রুনা খান প্রমুখ।
Comments