জানতাম ব্রেক থ্রু এলেই ম্যাচে ফিরব: সাইফুদ্দিন
টস জিতে চিটগাং ভাইকিংসকে আগে ব্যাট করতে পাঠিয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে দুই ভাইকিংস ওপেনার প্রথম ৮ ওভারেই তুলে ফেলেন ৮০ রান। মনে হচ্ছিল বিশাল সংগ্রহই গড়তে যাচ্ছে তারা। তবে মাঝ পথে খেই হারিয়ে ১৪৩ রানের বেশি করতে পারেনি। ওই রান তাড়া করে সহজেই জিতেছে কুমিল্লা। উড়তে থাকা ভাইকিংসকে কোন কৌশলে বেধে রাখল কুমিল্লা?
ভাইকিংসকে বেধে রাখায় সবচেয়ে বড় ভূমিকা মোহাম্মদ সাইফুদ্দিনের। চার ওভার বল করে ২৪ রানে নিয়েছেন ৩ উইকেট। এক ওভারে আউট করেছেন ছন্দে থাকা সৌম্য সরকার ও এনামুল হক বিজয়কে। হয়েছেন ম্যাচ সেরাও।
‘টি-টোয়েন্টি ক্রিকেটটা এমনই রানের খেলা। একটা সময় রান আসবে, আবার একটা সময় ইকোনমিতে বোলিং হবে। তো আমরা ওটা নিয়ে ভীত ছিলাম না। আমরা জানতাম এক দুইটা ব্রেক থ্রু আসলে, বা এক দুইওভার ভাল করলে ওদের আটকাতে পারব। ড্রিংস ব্রেকে আমরা কথা বলছিলাম যে একটা ব্রেক থ্রু এলে ওদের ওয়ান ফিফটিতে আটকাতে পারব।’
ওপেনিংয়ে নেমে লুক রঙ্কি ২১ বলে ৪০ রান করে আউট হন। কিন্তু সৌম্য সরকার উইকেটে ছিলেন ১০ ওভারের পরও। ৩৮ রান করা সৌম্যকে ফিরিয়েছেন সাইফুদ্দিনই। ওই উইকেটই টার্নিং পয়েন্ট বলে মনে করেন কুমিল্লার পেস অলরাউন্ডার, ‘উনি ভালো খেলছিল। বল টু বল মেরিট করে খেলছিল। উনার উইকেট ভাইটাল ছিল। আমি চেষ্টা করেছি ভেরিয়েশন দিয়ে পরাস্ত করতে, এবং তাতে সফল হয়েছি। ’
Comments