‘৯ নম্বরে রান পেলেও এনজয় করি’
মুমিনুল হককে সবাই চেনে টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে। কিন্তু ওপেনার পরিচয়টা একদমই ন নতুন। যদিও গত বিপিএলেও ওপেনিং করেছিলেন। এবারও ওপেনিংয়ে নামছেন, পেলেন সাফল্যও।
রংপুর রাইডার্সের দেয়া ১৩৫ রানের টার্গেট হেসেখেলেই জিতে যায় রাজশাহী কিংস। কারণ পেছনের কারিগর ছিলেন মুমিনুল হক। ৪৩ বলে অপরাজিত ছিলেন ৬২ রানে। এবারের আসরে দেশি ব্যাটসম্যানদের মধ্যে তিনিই প্রথম ফিফটি করলেন।
নতুন ব্যাটিং পজিশন কতটা উপভোগ করছেন, ‘আসলে ৯ নম্বরে খেলে কেউ রান পেলেও তার কাছে মনে হবে এনজয় করছে। আমার কাছে রান পেলেই মনে হয় এনজয় করছি।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টি দলে খুব একটা ডাক পড়ে না তার। এবার দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি স্কোয়াডে ছিলেন। কিন্তু মাঠে নামা হয়নি। তার ব্যাটিং অ্যাপ্রোচ আর পজিশন থাকি সীমিত পরিসরের সঙ্গে যায় না। এবার কি তবে ওপেনিংয়ে টার্গেট করছে, ‘আসলে আমার যেভাবে খেলার কথা সেভাবে খেলে যাচ্ছি, বাকিটুকু যারা দল সিলেক্ট করেন তাদের উপর।’
এই টুর্নামেন্টে জাতীয় দলের ব্যাটসম্যানরা থিতু হয়ে আউট হচ্ছেন। মুমিনুল চাইছেন ম্যাচ শেষ করতে, ‘আমি চেষ্টা করছি ৩০-৪০ করে আউট না হয়ে খেলাটা শেষ করে আসতে।’
কোচ চন্ডিকা হাথুরুসিংহের পছন্দের ছিলেন না বলে রব আছে। সেই কোচের পদত্যাগ করছেন। মুমিনুলের অবশ্য এই নিয়ে প্রতিক্রিয়া নেই।
Comments